মন্টি’র নেতৃত্বে মহানগর যুবদলের বিজয় র‌্যালি

37

নারায়ণগঞ্জ সমাচার:

মহান বিজয় দিবস ও বিজয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে নগরীতে বিশাল বিজয় র‌্যালি বের করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর খানপুর মোড় থেকে র‌্যালিটি বের করা হয়।

মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি’র নেতৃত্বে র‌্যালিতে শত শত নেতাকর্মী অংশ নিয়েছেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে পুরো নগরী।

র‌্যালিটি খানপুর মোড় থেকে মেট্রোহল মোড়, চাষাড়া, ২নং রেল গেইট, ডিআইটি হয়ে সিটি কর্পোরেশনের দিকে যায়। সেখানে জেলা বিএনপির মূল র‌্যালির সাথে যুক্ত হয়ে পরবর্তীতে আবারো নগরী ঘুরে চাষাড়ায় বিজয় স্তম্ভে এসে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

যুবদলের এ বিজয় র্যালিকে কেন্দ্র করে সকাল ১০টার পর থেকে নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে দলে দলে নেতাকর্মীরা খানপুরের অভিমুখে অগ্রসর হতে শুরু করেন। বিজয় দিবসের ব্যানারের পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পোস্টার শোভা পেয়েছে র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে।

বিজয় শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা স্লোগান তোলেন ‘এক দফা এক দাবি খালেদা জিয়ার মুক্তি’, ‘মহান নেতা তারেক রহমান, আসছেন আসছেন’, ‘জেলের তালা ভাঙব, খালেদা জিয়াকে আনব’, ‘স্বৈরাচারের পতন চাই, পতন চাই’, ‘জিয়া জিয়া, জিয়া জিয়া’, ‘জ্বালো জ্বালো আগুন জ্বালো’, ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’, ‘খালেদা-তারেকের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’।

এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহবায়ক শাহেদ আহমেদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন সেন্টু, যুবদল নেতা আল আমিন, সিকু, মোতালেব, মাইনুদ্দিন, জসিম প্রমুখ।