মাহবুবুর’র নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবকদলের বিজয় র‌্যালি

30

নারায়ণগঞ্জ সমাচার:

মহান বিজয় দিবস ও বিজয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে নগরীতে বিশাল বিজয় র‌্যালি বের করেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদল। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর চাষাড়া মোড় থেকে র‌্যালিটি বের করা হয়।

জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহবুবের নেতৃত্বে র‌্যালিতে শত শত নেতাকর্মী অংশ নিয়েছেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে পুরো নগরী।

র‌্যালিটি চাষাড়া মোড় থেকে শুরু হয়ে ২নং রেল গেইট, ডিআইটি হয়ে সিটি কর্পোরেশনের দিকে যায়। সেখানে জেলা বিএনপির মূল র‌্যালির সাথে যুক্ত হয়ে পরবর্তীতে আবারো নগরী ঘুরে চাষাড়ায় বিজয় স্তম্ভে এসে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জেলা স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীবৃন্দ।

স্বেচ্ছাসেবকদলের এ বিজয় র্যালিকে কেন্দ্র করে সকাল ৯ টার পর থেকে নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে দলে দলে নেতাকর্মীরা চাষাড়া অভিমুখে অগ্রসর হতে শুরু করেন। বিজয় দিবসের ব্যানারের পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পোস্টার শোভা পেয়েছে র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে।

বিজয় শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা স্লোগান তোলেন ‘এক দফা এক দাবি খালেদা জিয়ার মুক্তি’, ‘মহান নেতা তারেক রহমান, আসছেন আসছেন’, ‘জেলের তালা ভাঙব, খালেদা জিয়াকে আনব’, ‘স্বৈরাচারের পতন চাই, পতন চাই’, ‘জিয়া জিয়া, জিয়া জিয়া’, ‘জ্বালো জ্বালো আগুন জ্বালো’, ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’, ‘খালেদা-তারেকের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’।

এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দুন সালু, সহ-সভাপতি রফিক, রাসেল মাহমুদ, আলী আহাম্মদ, আবুল হোসেন পায়েল, শাহীন, হিমু, ইয়ার হোসেন নয়ন, বাবুল, আলতাফ হোসেন, নাইম, স্বপন, মোবারক, হান্নান, আতিক, বাচ্চু, শফিক, শিপন, মোতাহার, আমিনুল, রানা, মোমেন, মনির মেম্বার, সোহেল, মাজেদুল, মোক্তার, নাইম প্রমুখ।