
নারায়ণগঞ্জ সমাচার:
জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, আমি সকলের কাছে দোয়া চাই, আমার ৫ বছর মেয়াদ প্রায় শেষ। জননেত্রী শেখ হাসিনা আগামীতে কাকে মনোনয়ন দিবেন এটা তার ইচ্ছার ব্যাপার। জেলা পরিষদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আমি আরেকবার মনোনয়ন চাইবো। তিনি যদি আমাকে মনোনয়ন দেন তাহলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার চেষ্টা করবো।
নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল ইউনিট-২ এ জেলা পরিষদ কর্তৃক অনুদানকৃত কিডনি হেমোডায়ালাইসিস ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (১৮ ডিসেম্বর) সকালে মিশনপাড়াস্থ নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের ইউনিট-২ এর নিজস্ব কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আনোয়ার হোসেন বলেন, এই ডায়াবেটিক হাসপাতাল ইউনিট-২ এ জেলা পরিষদের প্রায় ৪৯ লাখ টাকা ব্যায়ে আমরা কিডনি ডায়ালাইসিস যন্ত্রপাতি কিনে দিয়েছি। যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত তাদের উদ্দেশ্যে বলবো, রোগীরা যাতে তাদের কাঙ্খিত সেবা পায়। তারা যেন এখান থেকে সুচিকিৎসা পায় এবং তৃপ্তি নিয়ে এখান থেকে সুস্থ হয়ে ফিরে যায় এ জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। কেননা জাতির জনকের কণ্যা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, এ প্রতিষ্ঠানের ন্যায় বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা কোটি কোটি টাকা অনুদান দিয়েছি। রাস্তা-ঘাট, মসজিদ-মাদ্রাসা, মন্দির-মিশন, স্কুল-কলেজে, বৃদ্ধাশ্রম, পাঠাগার, শহীদ মিনারে অর্থায়ন করেছি, নির্মাণ করেছি। শুধু সদর উপজেলায়ই নয়, জেলার সকল উপজেলায় আমরা জেলা পরিষদের মাধ্যমে কোটি কোটি টাকা দিয়ে উন্নয়ন করে যাচ্ছি। এমনিভাবে আমি নারায়ণগঞ্জের আনাচে-কানাচে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। একটাই শুধু ইচ্ছা, মানুষ যাতে বলে যে কাজের জন্য জননেত্রী শেখ হাসিনা জেলা পরিষদ চেয়ারম্যান পদে আনোয়ার হোসেনকে মনোনয়ন দিয়েছিলো, আনোয়ার হোসেন সেই কাজ সম্পন্ন করছে।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি ডা. শাহনেওয়াজ চৌধুরী, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ফজলুল করিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব দেলোয়ার হোসেন চুন্নু, যুগ্ম-সম্পাদক খাজা আজিজুল হক, যুগ্ম-সম্পাদক আলহাজ্ব মোঃ আইয়ূব আলী, কোষাধ্যক্ষ আলহাজ্ব মাহমুদ হোসেন, যুগ্ম-কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ তারেক আফজাল, সদস্য আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক, মোঃ সায়েদুল ইসলাম শাকিল, আলহাজ্ব মোঃ শওকত আলী (এডঃ) এডভোকেট মোঃ জাকির হোসেন, কাজী দলিল উদ্দিন দুলাল, মোঃ আখতারুজ্জামান, মাজহার হোসেন, আলহাজ্ব মোঃ শাহীনূর আলম, আলহাজ্ব মোঃ আজিজুল্লাহ, আলহাজ্ব মোঃ শামসুল হক, আলহাজ্ব আবুল কাশেম, এস. এম. সাইফুল ইসলাম, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদা আহসান হাবিব, শুভ, ফারুক, কামরুল হাসান প্রমুখ।