
নারায়ণগঞ্জ সমাচার:
জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, অর্থবিত্তের লোভ কখনো ছিলো না বলেই আমরা অতো বড় নেতা হতে পারি নাই। বর্তমান রাজনীতির যে অবস্থা তাতে একজন জনপ্রতিনিধি হওয়া মানেই দশটা গাড়ির মালিক, ৫টা বাড়ির মালিক আর কোটি কোটি টাকার মালিক হওয়া। সেই স্বপ্ন আমরা কখনোই দেখি নাই। চিন্তা করেছি মানুষের পাশে-কাছে যদি যাওয়া যায়, মানুষকে যদি ভালোবাসা যায়, মানুষের কল্যাণে যদি কাজ করা যায় তাহলে এটাই আমার সম্পদ, এটাই আমার স্বার্থকতা।
নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল ইউনিট-২ এ জেলা পরিষদ কর্তৃক অনুদানকৃত কিডনি হেমোডায়ালাইসিস ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (১৮ ডিসেম্বর) সকালে মিশনপাড়াস্থ নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের ইউনিট-২ এর নিজস্ব কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আনোয়ার হোসেন বলেন, মানুষ মানুষের জন্য এবং মানুষকে যদি খুশি করা যায় তাহলে আল্লাহ তায়ালাকে খুশী করা যায়। আর আল্লাহ তায়ালা যদি খুশী হয় তাহলে এই জন্মের পরে আরেকটা যে জন্ম আছে সেখানে সুখে-শান্তিতে থাকা যাবে। আমি এই আশায় মানুষের জন্য কাজ করি। আমার মৃত্যুর পরে মানুষ যাতে বলে আনোয়ার হোসেন ভালো মানুষ ছিলো।
তিনি বলেন, এই ডায়াবেটিক হাসপাতাল ইউনিট-২ এ জেলা পরিষদের প্রায় ৪৯ লাখ টাকা ব্যায়ে আমরা কিডনি ডায়ালাইসিস যন্ত্রপাতি কিনে দিয়েছি। যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত তাদের উদ্দেশ্যে বলবো, রোগীরা যাতে তাদের কাঙ্খিত সেবা পায়। তারা যেন এখান থেকে সুচিকিৎসা পায় এবং তৃপ্তি নিয়ে এখান থেকে সুস্থ হয়ে ফিরে যায় এ জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। কেননা জাতির জনকের কণ্যা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি ডা. শাহনেওয়াজ চৌধুরী, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ফজলুল করিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব দেলোয়ার হোসেন চুন্নু, যুগ্ম-সম্পাদক খাজা আজিজুল হক, যুগ্ম-সম্পাদক আলহাজ্ব মোঃ আইয়ূব আলী, কোষাধ্যক্ষ আলহাজ্ব মাহমুদ হোসেন, যুগ্ম-কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ তারেক আফজাল, সদস্য আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক, মোঃ সায়েদুল ইসলাম শাকিল, আলহাজ্ব মোঃ শওকত আলী (এডঃ) এডভোকেট মোঃ জাকির হোসেন, কাজী দলিল উদ্দিন দুলাল, মোঃ আখতারুজ্জামান, মাজহার হোসেন, আলহাজ্ব মোঃ শাহীনূর আলম, আলহাজ্ব মোঃ আজিজুল্লাহ, আলহাজ্ব মোঃ শামসুল হক, আলহাজ্ব আবুল কাশেম, এস. এম. সাইফুল ইসলাম, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদা আহসান হাবিব, শুভ, ফারুক, কামরুল হাসান প্রমুখ।