
নারায়ণগঞ্জ সমাচার:
ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশনের সাবেক সভাপতি এম সোলায়মান বলেছেন, বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম অত্যন্ত ভালো লোক। আমাদের ভাগ্য ভালো, আমাদের সৌভাগ্য আমরা এমন এসপি পেয়েছি। উনাকে আমি ব্যক্তিগতভাবে জানি, উনি অত্যন্ত ভালো লোক।
মাদক, চুরি, ছিনতাইসহ সকল অপকর্মে রোধে জেলা পুলিশের সাথে ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে টানবাজার এলাকায় জাহাঙ্গীর আলম মিনি কমিউনিটি সেন্টারের ৫ম তলাং এ সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, টানবাজারে বিগত ৫ বছর যাবৎ মাদকের উৎপাত কমে গিয়েছিলো, কিন্তু গত ১ বছর যাবৎ আবার এটা মাথাচাড়া দিয়ে উঠছে। আমি ১০ বছর যাবৎ পুলিশিং কমিটির সভাপতি, অনেক কাজ করেছি মাদক নিয়ে, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে অন্যান্য এলাকার তুলনায় টানবাজারে মাদকের ছড়াছড়ি বেশী, বিশেষ করে সন্ধ্যার পরে মাদকের আড্ডা বসে এ এলাকায়। আমাদের যে ফাড়ি আছে, এটার কোনো এক্টিভিটিস্ট নেই।
তিনি আরও বলেন, আমাদের ভাগ্য ভালো, আমাদের সৌভাগ্য আমরা এমন এসপি পেয়েছি। উনাকে আমি ব্যক্তিগতভাবে জানি, উনি অত্যন্ত ভালো লোক। উনি অ্যাকশন নিলে ৭ দিনের মধ্যে মাদক এই এলাকা থেকে দুর হয়ে যাবে।উনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ফাড়িটাকে আরো তৎপর করা হোক। তা নাহলে আমরা যতো সিকিউরিটিই রাখি না কেন, সন্ত্রাস, চুরি-ছিনতাই বন্ধ করতে পারবো না। যারা মাদক নেয়, তারাই চুরি-ছিনতাই করে। আমাদের চিহ্নিত করতে হবে কারা এসব অপকর্মের সাথে জড়িত। আমাদের ব্যবসায়ীদের পাশাপাশি পুলিশ ভাইদের সহযোগিতা সবচেয়ে বেশী প্রয়োজন।
ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশেনের সভাপতি লিটন সাহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদ পারভেজ। আরও উপস্থিত ছিলেন আসলাম, আশু, ফারুক, ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের সদ্য সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশনের সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।