আইভীর নৌকার বিপরীতে হাতি পেলেন তৈমুর

29

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ৭ মেয়র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আওয়ামীলীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর দলীয় প্রতীক নৌকার বিপরীতে স্বতন্ত্রপ্রার্থী এড. তৈমুর আলম খন্দকার পেয়েছেন হাতী প্রতীক।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসে এসব প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক বরাদ্দ দিয়েছেন সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার।

আইভী-তৈমুর ছাড়া অন্য প্রার্থীরা যেসব প্রতীক পেয়েছেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ পেয়েছেন দলীয় প্রতীক ‘হাতপাখা’, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী এবিএম সিরাজুল মামুন পেয়েছেন ‘দেয়াল ঘড়ি’, বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী জসিম উদ্দিন পেয়েছেন দলীয় প্রতীক ‘বটগাছ, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস পেয়েছেন ‘হাত ঘড়ি’, জয় বাংলা নাগরিক কমিটির স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম বাবু পেয়েছেন ঘোড়া প্রতীক।

এছাড়া ২৭ টি সাধারণ ওয়ার্ডের ১৪৮ জন কাউন্সিলর প্রার্থী ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডের ৩৪ জন নারী কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।