কিছু কিছু লোক আমার মতো চতুর- শামীম ওসমান

25

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, সত্যি করে বলতে গেলে, ন্যায় বিচারের লক্ষ্যে বলতে গেলে, এটা বলা মুশকিল যে কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড, সবাই খুব ভালো খেলেছে। কিন্তু এর মধ্যে কিছু কিছু লোক আমার মতো চতুর। যারা ঐ শেষ মাথা পর্যন্ত যায় নাই, অর্ধেক রাস্তা থেকে চালায় আইসা পড়ছে। এরা ছিলো একটু বুদ্ধিমান, তো আমরা সবটাই দেখছি।

স্বাধীণতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ধলেশ্বরী নদীর ডিক্রীরচর ঘাট থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা ধর্মগঞ্জ ঘাটে গিয়ে শেষ হয়।

নৌকা বাইচ প্রতিযোগিতা

শামীম ওসমান বলেন, আমি একটা স্পীডবোটে উঠে খেলা দেখেছি। মোটামুটি আমরা সবাই আজকে ভিজে গেছি। আমরা দেখেছি ৩ টি নৌকা ডুবে গিয়েছে, ডুবার থেকে উঠে আবার চালিয়েছে। আমাদের যে স্লোগান খেলা হবে, ঐ খেলা আজকে হয়েছে।

পুরস্কার তুলে দিচ্ছেন শামীম ওসমান

এর আগে তিনি বলেন, নারায়ণগঞ্জের সাংবাদিকরা ভাবছে আমি অন্য কিছু বলবো। তবে সরি, আমি অন্য কিছু বলবো না, শুধু নৌকা বাইচ নিয়েই কথা বলবো।

প্রতিযোগিতায় সদর উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ৭টি ও শামীম ওসমানের পক্ষ থেকে একটিসহ মোট আট দল অংশগ্রহন করে। বক্তব্য শেষে শামীম ওসমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, এমপি পত্নী সালমা ওসমান লিপি, বক্তাবলী ইউপি চেয়ারম্যান এম শওকত আলী, কাশিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল্লাহ বাদল পুত্র যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, ফতুল্লা ইউপি চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, আলীরটেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, গোগনগর ইউপি চেয়ারম্যান ফজর আলী, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।