
নারায়ণগঞ্জ সমাচার:
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক পৌর পিতা প্রয়াত আলী আহাম্মদ চুনকা’র সুযোগ্য কণ্যা, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সফল মেয়র, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ। তিনি একইসাথে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিরও সদস্য।
বুধবার (২৯ ডিসেম্বর) রাতে সুদুর হবিগঞ্জ থেকে নগরীর দেওভোগে আইভীর বাসভবনে এসে সাক্ষাৎ করেন তিনি। তারা কুশল বিনিময় করেন এবং একে অপরের খোঁজ-খবর নেন।

এসময় হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ বলেন, আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে জনগন যাকে সমর্থন করে, প্রধানমন্ত্রী যাকে যোগ্য মনে করেন সেই আমাদের প্রিয় আইভী আপাকে নৌকা মনোনীত প্রার্থী করেছেন। আইভী আপার হাত ধরেই বিগত সময়ে নারায়ণগঞ্জের ব্যাপক উন্নয়ন হয়েছে যা আমরা শুনতে পাই এবং দেখতে পাই।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ষড়যন্ত্রকারীরা ও স্বাধীণতা বিরোধীরা বিভিন্ন চক্রান্ত করছে, সকল ষড়যন্ত্রের বাধা ছিন্ন করে আওয়ামীলীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে একসঙ্গে নৌকার পক্ষে কাজ করতে হবে। আবারও বিপুল ভোটের ব্যবধানে আমাদের আইভী আপাকে বিজয়ী করে আনতে হবে। আর এতে নারায়ণগঞ্জের জনগন কোনো ধরনের ভুল করবেন না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম জীবন প্রমুখ।
উল্লেখ, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী, সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রয়াত দেওয়ান ফরিদ গাজীর সন্তান হচ্ছেন গাজী মোহাম্মদ শাহনওয়াজ এম.পি।