
প্রেস রিলিজ:
আমি মোঃ আব্দুল করিম বাবু, সদস্য নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ, গত ২৯ডিসেম্বর ২০২১ তারিখে আমার নামে একটি সংবাদ প্রকাশিত হয় যেখানে উল্লেখ করা হয় যে, বি.এন.পি নেতা তৈমুর আলম খন্দকারকে আমি সমর্থন দিয়েছি। কিন্তু এ তথ্যটি সম্পূর্ণ ভুল। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমি উনাকে কখনও সমর্থন করি নাই এবং সমর্থন করার প্রয়োজন মনে করিনা। আমি সব সময় বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে দেশরত্ব শেখ হাসিনার ক্ষুদ্র কর্মী হিসেবে আওয়ামীলীগের স্বার্থে নিজ এলাকাসহ আশে-পাশের এলাকার জনগনের সার্বিক সহযোগিতা করে জনপ্রিয়তার শীর্ষে আছি এবং নৌকার পক্ষ কাজ করে থাকি। অমি সব সময় নৌকার পক্ষে আছি এবং থাকবো। আমার দল যেভাবে নির্দেশনা দিবে, সেভাবে কাজ করবো।
একটি কুচক্রি মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমাকে হেয় প্রতিপন্ন করতে চাচ্ছে। যেহেতু আমি একজন কাউন্সিলর প্রার্থী, তাই তারা এসব খেলায় নেমেছে। আমি আবারো বলতে চাই, আমি কখনও আওয়ামীলীগ এর বাইরে যাই নি, ভবিষ্যতেও যাবো না। আমি সব সময় স্বাধীনতার পক্ষে, নৌকার পক্ষে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।