
নারায়ণগঞ্জ সমাচার:
বীর মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা হাফিজুদ্দিন আহমেদের মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক বই ‘স্বাধীণতা অর্জনে নারায়ণগঞ্জবাসী’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
আজ (৩০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় সিন্যামন রেষ্টুরেন্টে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুক্তারকান্দি পঞ্চায়েত প্রধান জয়নাল আবেদিন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবীদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।
বিশেষ অতিথির বক্তব্যে প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম বলেন, যারা নিশ্চিত মৃত্যু জেনেও মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলো, দেশ স্বাধীণ করেছিলো, সেই বীর মুক্তিযোদ্ধাদের যদি আমরা প্রকৃত সম্মান করতে না পারি তাহলে মোনাফেক জনগন হিসাবে পরিচিত হবো।
তিনি আরও বলেন, স্বাধীণতার ৫০ বছরেও আমরা নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা পাইনি। আজ এখানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের প্রতি আহবান রইলো, তারা যেন পূর্ণাঙ্গ তালিকা করে। তাহলে আমরা সেই তালিকা প্রকাশে সর্বাত্মক সহযোগিতা করবো।
আরেক বিশেষ অতিথি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম জীবন বলেন, এ বইটি লেখার কারণে অনেক অজানা ইতিহাস নারায়ণগঞ্জসহ সমগ্র দেশের মানুষ জানতে পারবে। এতে বক্তাবলী পরগণার শহীদ ১৩৯ মুক্তিযোদ্ধার তালিকাসহ বক্তাবলীর সকল মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হয়েছে। এজন্য বইটির লেখকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, এ ধরনের বই আরো বেশী করে লেখা উচিত। আমি অনুরোধ করে বলবো, তারা যেন এ বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত করেন। দ্বিতীয় সংস্করণ বের করার ক্ষেত্রে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সহযোগীতা করবো। একইসাথে সহযোগিতা করার জন্য প্রেসক্লাব সভাপতি-সেক্রেটারীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
প্রেসবাংলা’র সম্পাদক ও প্রকাশক আব্দুল্লাহ আল ইমরানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভুইয়া জুলহাস, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম জীবন, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন।
আরও উপস্থিত ছিলেন আলীরটেক ইউনিয়ন স্বাধীণতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক মোক্তার হোসেন মেম্বার ও শাহীন রাজু মেম্বার, রওশন মেম্বার, জসিম উদ্দিন প্রমুখ।