
নারায়ণগঞ্জ সমাচার:
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক নিয়ে গণসংযোগ করে নিজের শক্তির জানান দিলেন ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী (ব্যাডমিন্টন প্রতীক) কবির হোসেন।

আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে ওয়ার্ডের চেয়ারম্যান বাড়ি এলাকাস্থ নিজ বাসভবনের সামনে থেকে বিশালাকার মিছিল নিয়ে কবির হোসেনের প্রচারণা ও গণসংযোগ শুরু হয়। মিছিলটি ওয়ার্ডের চেয়ারম্যান বাড়ি এলাকা, তাতীপাড়া, ১নং বাবুরাইল, ২নং বাবুরাইল, বেপাড়ী পাড়া, পাক্কা রোড, দেওভোগ আখড়া হয়ে পুনরায় চেয়ারম্যান বাড়ি এলাকায় গিয়ে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন বর্তমান কাউন্সিলর নাজমুল আলম সজল, মহানগর কৃষকলীগ সভাপতি জিল্লুর রহমান লিটন, স্থানীয় মুরুব্বী মহানগর বিএনপির সহ-সভাপতি মনির হোসেন খান, কবির খান, সাবেক মেম্বার দুলাল হোসেন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি চঞ্চল প্রমুখ।

বিশালাকার এ মিছিল দেখে ওয়ার্ডবাসীদের অনেকে বলেন, সম্প্রতি ২নং বাবুরাইলে সাবেক প্যানেল মেয়র ওবায়েদউল্লাহ’র বাড়িতে দোয়া নিতে যান কবির হোসেন। কিন্তু সেখানে ঘটে অনাকাঙ্খিত এক ঘটনা। ওবায়েদউল্লাহার ভাতিজা আরেক কাউন্সিলর প্রার্থী রিয়াদ হাসান’র লোকজনের সাথে বাক-বিতন্ডা হয় কবির হোসেনের সমর্থকদের মধ্যে।

জানা যায়, বাক-বিতন্ডার এক পর্যায়ে কবির হোসেনের সমর্থকদের হুমকি দেন রিয়াদ হাসান’র সমর্থকরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিশালাকার এই মিছিলের মাধ্যমে নিজের শক্তির জানান দিলেন কবির হোসেন এমনটাই দাবী স্থানীয়দের।

এদিকে, মিছিল শেষে কবির হোসেন এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আমি আপনাদেরই সন্তান, আমাকে একবার সুযোগ দিন। ১৬নং ওয়ার্ডকে নগরীর শ্রেষ্ঠ ওয়ার্ডে পরিণত করবো। গ্যাস, বিশুদ্ধ পানিসহ সকল সমস্যার সমাধান করবো ইনশা্আল্ললাহ।