
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি কখনো দলবাজি করি নাই, দলমত নির্বিশেষে সকলের স্বার্থে কাজ করেছি। সবসময় উন্নয়ন নিয়েই ব্যস্ত থাকি আমি। কাজেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে ভোট দিন।
নির্বাচনী প্রচারণাকালে ওয়ার্ডবাসী কর্তৃক আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। শনিবার (০১ জানুয়ারী) দুপুরে নগরীর ৩নং ওয়ার্ডে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আইভী আরো বলেন, ৩ নং ওয়ার্ডে একশ কোটি টাকার কাজ করেছি। সকল টাকা দিয়ে আপনাদের উন্নয়ন করেছি। শুধু আপনাদের ট্যাক্সের টাকাই নয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচুর টাকা দিয়েছেন উন্নয়ন করতে। সিটি কর্পোরেশনের একটি টাকার সাথেও আমার কোনো সম্পর্ক নাই।
তিনি আরও বলেন, আমি জানি এই এলাকায় একটি খেলার মাঠের প্রয়োজন। বড় কোনো কবরস্থান নেই। আপনাদের কাউন্সিলর আমাকে বারবার বলেছে কবরস্থানের কথা। জায়গা না থাকায় পারছি না। কিন্তু এবার জায়গা একোয়ার করে পার্ক-মাঠের ব্যবস্থা করবো। কেননা প্রধানমন্ত্রী বলেছেন, যেখানে জায়গা নেই সেখানে জায়গা একোয়ার করে পার্ক-মাঠ করতে।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের জাতীয় পরিষদের সাবেক সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, মহানগর যুবলীগের সহ-সভাপতি কামরুল হুদা বাবু প্রমুখ।