
নারায়ণগঞ্জ সমাচার:
এক এক করে নাসিকের সকল ওয়ার্ড চষে বেড়াচ্ছেন আওয়ামীলীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। প্রতিটি ওয়ার্ডেই যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, বলছেন বিগত উন্নয়নের কথা, করছেন ভোট প্রার্থণা। ভোটাররা আইভীকে টেনে নিচ্ছেন বুকে, দিচ্ছেন অকৃত্রিম ভালোবাসা।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের বাকী আর মাত্র ১৪ দিন। ফলে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছে মেয়র-কাউন্সিলর প্রার্থীরা। মেয়র প্রার্থীদের মধ্যে সফল মেয়র আইভী রয়েছেন প্রচারণার শীর্ষে। অদম্য আইভী যেখানেই যাচ্ছেন পাচ্ছেন ফুলেল ভালোবাসা। যুবক-বৃদ্ধ, নারী-পুরুষ সকলেই স্বাগত জানাচ্ছেন তাকে।

গতকাল শনিবার সরেজমিনে নাসিকের ৪নং ওয়ার্ডে আইভীর প্রচারণায় গিয়ে দেখা যায়, দুপুরের দিকে ৩নং ওয়ার্ডের প্রচারণা শেষ করে ৪নং ওয়ার্ডে ভোটারদের দ্বারে গিয়ে হাজির হন আইভী। ওয়ার্ডে ঢুকতেই নারী ও শিশুরা ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানায় তাকে। বিভিন্ন বাড়ির ছাদ থেকে ও রাস্তায় দাড়িয়ে আইভীসহ তার সঙ্গীদের উপর ছিটানো হয় ফুল। আইভীকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন অনেকে। তিনি আসার সাথে সাথেই অনেক নারী ও শিশুরা জড়িয়ে ধরেন আইভীকে। বৃদ্ধারা এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন ও দোয়া করছেন তার জন্য ।

ভোটারদের অনেকেই এসময় বলতে থাকেন, আপনি কষ্ট করে কেন এসেছেন, আপনি ভোট চাইলেও আপনাকে ভোট দিবো, না চাইলেও আপনাকেই ভোট দিবো। আপনার কারণেই আমাদের ওয়ার্ডের রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন ঘটেছে।

এসময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আরিফুল হক হাসান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর যুবলীগের সহ-সভাপতি কামরুল হুদা বাবু, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম প্রমুখ।