
নারায়ণগঞ্জ সমাচার:
পরপর দুইবার নির্বাচিত কাশিপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আলহাজ্ব এম সাইফ উল্লাহ বাদলের জন্মদিনে তাকে কাঠের নৌকা উপহার দেন অলি ভক্ত পাগল ফকির সহিদুল চিশতী।
শনিবার (০১ লা জানুয়ারী) আধ্যাতিক জগৎ পরিষদের পক্ষ থেকে এ উপহার দেয়া হয়। এসময় সংগঠনের পক্ষ থেকে আলহাজ্ব সাইফ উল্লাহ বাদলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
সংগঠনের পক্ষ থেকে সাইফ উল্লাহ বাদল সম্পর্কে তারা বলেন, আলহাজ্ব এম সাইফ উল্লাহ বাদল একটি নাম নয়, একটি ব্রান্ড, কাশিপুর ইউনিয়নের উন্নয়নের রূপকার, আধুনিক ও উন্নত কাশিপুরের স্বপ্নদ্রষ্টা, আপামর জনতার আস্থার প্রতীক। তিনি গত নির্বাচনে জয়ের পর যেভাবে এলাকাবাসীর সেবায় কাজ করেছে, এবার তার চেয়েও বেশী কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।