
নারায়ণগঞ্জ সমাচার:
বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে ভোট চেয়েছেন আওয়ামীলীগ নেতা মনসুর বকুল। গতকাল রবিবার (০২ জানুয়ারী) সকালে নগরীর সিদ্ধিরগঞ্জে, ৪ ও ৫নং ওয়ার্ডে আইভীর সঙ্গে প্রচারণায় ও গণসংযোগ করে ভোট চান ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের এ নেতা।
গণসংযোগ শেষে মনসুর বকুল সাংবাদিকদের বলেন, “আইভী নারায়ণগঞ্জের উন্নয়নের রূপকার, নারায়ণগঞ্জের উন্নয়নে আইভীর কোনো বিকল্প নেই। গত ১৮ বছরে আইভীর হাত ধরে নারায়ণগঞ্জের উন্নয়ন ও রাজনীতিতে আমূল পরিবর্তন হয়েছে।

ডা. সেলিনা হায়াৎ আইভী সকাল সাড়ে ১০টায় গণসংযোগে নামেন। তিনি সিদ্ধিরগঞ্জের ৪ ও ৫ নং ওয়ার্ডের আটি হাউজিং এলাকা, শিমরাইল, আজিবপুর রেললাইন, পাওয়ার হাউজিংসহ বিভিন্ন এলাকায় মানুষের কাছে ভোট চান।
এ সময় আইভীর সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের (সোনারগাঁ) সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল মতিন মাস্টার, থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া।