
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদে নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি জানি ৯নং ওয়ার্ড, জালকুড়ি আওয়ামীলীগের ঘাটি। আমি জানি মা-বোন আপনারা সকলেই নৌকায় ভোট দিবেন। আমি আপনাদের কাছে বলে গেলাম, অবশ্যই আমাকে ভোট দিয়েন। কারণ আমি যখন উন্নয়ন করেছি তখন কিন্তু কখনো দল দেখি নাই, দলবাজিও করি নাই। মানুষ যখনই গিয়েছি, কাজটি করে দেয়ার চেষ্টা করেছি।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগকালে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে জালকুড়ি পূর্বপাড়া মাদবরবাজার এলাকায় এ উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।

আইভী বলেন, আমি নারীদের ক্ষমতায়নের জন্য, ডেভেলপমেন্টের ব্যবস্থা করেছি। অর্থনৈতিকভাবে নারীরা যাতে সচল হতে পারে, নারীরা সাবলম্বী হতে পারে জন্যই সিডিসি প্রজেক্ট হাতে নিয়েছি, সিডিসি মানে সিটি ডেভেলপমেন্ট সেন্টার। আপনাদের এখানে এটা নতুন, কিন্তু শহরে ১০/১২ বছর যাবৎ এটা চলছে। এর মাধ্যমে নারীরা এখন ঘরে বসেই ইনকাম করছে, আশা করি আল্লাহর রহমতে, আপনারাও পারবেন। আপনাদের সেলাইয়ের ট্রেনিং দিবো, সেলাই মেশিনও কিনে দেয়া হবে।
তিনি বলেন, আমি মা-বোনদের কাছে বলবো আমি জানি ৯নং ওয়ার্ড, জালকুড়ি আওয়ামীলীগের ঘাটি। আমি জানি ৯নং ওয়ার্ড, জালকুড়ি আওয়ামীলীগের ঘাটি। আমি জানি মা-বোন আপনারা সকলেই নৌকায় ভোট দিবেন। আমি আপনাদের কাছে বলে গেলাম, অবশ্যই আমাকে ভোট দিয়েন। কারণ আমি যখন উন্নয়ন করেছি তখন কিন্তু কখনো দল দেখি নাই, দলবাজিও করি নাই। মানুষ যখনই গিয়েছি, কাজটি করে দেয়ার চেষ্টা করেছি।

মেয়র বলেন, আমি মুরুব্বীদের বলতে চাই নারায়ণগঞ্জ এবং নদীর ওপারে আমরা প্রায় ৭টি মসজদি করেছি। হিন্দু সম্প্রদায়ের জন্য মন্দির, শ্মশানের কাজ করেছি। সমান তালে মানুষের জন্য কাজ করেছি, প্রধানমন্ত্রীর নির্দেশেই করেছি। উনি প্রচুর টাকা দিয়েছে যা দিয়ে আপনাদের উন্নয়নে কাজ করেছি। আশা করছি, ইনশ্আাল্লাহ আমি বিজয়ী হলে উনি (প্রধানমন্ত্রী) আরও বেশী টাকা দিবেন।
প্রথমে এ মাঠের টেন্ডার হবে উল্লেখ করে আইভী বলেন, আপনারা এখানে একটা মাঠ চেয়েছে, এখানে দাড়িয়ে এ মাঠের কথা বলে গেলাম। আপনারা যদি আমাকে আবার বিজয়ী করেন তাহলে এই মাঠের কাজই আমরা প্রথম টেন্ডার দিবো। এ মাঠটা কিন্তু একবার টেন্ডার হয়েছিলো, জমি-জমার সমস্যার জন্য আমরা করতে পারি নাই। আমি চেষ্টা করবো জমি-জমার সমস্যা সমাধান করে দ্রুতই এ মাঠের টেন্ডার দেয়ার জন্য।

১৬ তারিখ নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়ে আইভী বলেন, আমি নদীর ওপারে সোহরাওয়ার্দী ক্লাব করে দিয়েছি দোতলা, সিরাজউদ্দৌলা ক্লাব ভেঙ্গেছি আবারও নির্মাণ করে দিয়েছি। চারুকলার মাঠ ভেঙ্গেছি, আবার করে দিয়েছি। সুতরাং আপনাদেরও করে দিবো। ভালো থাকেন, সুস্থ থাকেন ১৬ তারিখে সারাদিন নৌকা মার্কায় ভোট দিয়েন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, যুদ্ধকালীণ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা ওহাব আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোত্তালিব, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা সাহেব আলী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মো. মোহর আলী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, শহর যুবলীগের সহ-সভাপতি কামরুল হুদা বাবু, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইস্রাফিল প্রধান, মহিলা কাউন্সিলর প্রার্থী রেহানা পারভিন, যুবলীগ নেতা বশির, হিমেল প্রমুখ।