
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, যেখানেই যাচ্ছি আমার সর্বসাধারণসহ মুক্তিযোদ্ধা, আমাদের দলীয় লোকজন এবং সাধারণ মানুষ সকলেই দল-মতের উর্ধ্বে উঠে সকলেই আমার পাশে এসে দাড়াচ্ছে এবং স্বত:স্ফূর্ত একটা সাড়া দিচ্ছে। জয়ের ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী। ইনশাআল্লাহ আমি জয়যুক্ত হবো।

নগরীর সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ৭ নং ওয়ার্ডে গণসংযোগকালে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। সোমবার (০৩ জানুয়ারী) সকাল ১০ টায় এ অঞ্চলে নির্বাচনী প্রচারনায় নেমে ভোটারদের দ্বারে দ্বারে যান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের সমর্থিত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

এক মেয়র প্রার্থী সুষ্ঠু নির্বাচন না হওয়ার শংকা প্রকাশ করেছেন, সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আপনিও কি শংকিত ? এমন প্রশ্নের উত্তরে আইভী বলেন, নারায়ণগঞ্জে সবসময় নির্বাচন সুষ্ঠু হয়। আমি নির্বাচন কমিশনের প্রতি আহবান রাখবো যাতে এবারও নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হয়।

জনগন আপনাকে আবারো ভোট দিবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রত্যেকটা ওয়ার্ডে সমানভাবে উন্নয়ন হয়েছে, প্রচুর কাজ হয়েছে এবং আমি কখনো দুর্ণীতিকে প্রশ্রয় দেই নাই। কারো সাথে অন্যায় আচরণ করি নাই, চাঁদাবাজি করি নাই সবকিছু মিলিয়ে জনগন আমাকেই ভোট দিবে।

জয়ী হলে কোন কাজ প্রাধান্য পাবে এমন প্রশ্নের উত্তরে আইভী বলেন, আমার প্রাধান্য হলো যে কাজগুলোতে হাত দিয়েছি, সেই কাজগুলো সুন্দরভাবে শেষ করা। প্রতিটি ওয়ার্ডে চাহিদা মোতাবেক কাজ করা, প্রচুর মাঠ নির্মাণ করা, পার্ক নির্মাণ করা, শিশুবান্ধব নগরী গড়া। সবুজ শ্যামল নারায়ণগঞ্জ এর পাশাপাশি মানুষকে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা।

এসময় ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, শহর যুবলীগের সহ-সভাপতি কামরুল হুদা বাবু, ৭ নং ওয়র্ডের রেডিও প্রতীকের কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান খান রিপন, কুমড়া প্রতীকের প্রার্থী ফজলুল হক জুয়েল, করাত প্রতীকের প্রার্থী সালাউদ্দিন সানি, টিফিন ক্যারিয়ার প্রতীকের প্রার্থী সবুজ শেখ প্রমুখ।

এছাড়াও স্থানীয় আওয়ামীলীগের শতশত নেতাকর্মী ও সাধারণ জনগন উৎসব মুখর পরিবেশে আইভীর প্রচারণায় অংশ নেন। এসময় নেতাকর্মীরা মিছিল এবং বিভিন্ন স্লোগানে স্লোগানে, তালে-তালে নৌকা মার্কায় ভোট চান জনগনের কাছে। “আইভী আপার মার্কা, নৌকা-নৌকা”, “উন্নয়নের মার্কা নৌকা-নৌকা” “আইভী আপায় চায় কি, জনগনের শান্তি” এ ধরনের নানা স্লোগানে উত্তার হয়ে উঠে পুরো ৭ নং ওয়ার্ড।

সকালে ৭ নং ওয়ার্ডের এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু করে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কদমতলী উত্তর, কদমতলী দক্ষিণ, নয়াপাড়া, গ্যাসলাইন, সুমিলপাড়া, সোনামিয়া বাজার, মন্ডলপাড়াসহ ৬ ও ৭ নং ওয়ার্ডে বিভিন্ন এলাকায় প্রচারণা করেন আইভী।

প্রচারণাকালে স্থানীয় জনগন ফুল ছিটিয়ে আইভীকে অভ্যর্থণা জানান। এসময় আইভী তাদের কাছে ভোট প্রার্থণা করে বিগত উন্নয়ন সম্পর্কে অবগত করেন এবং ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। ভোটাররাও স্বত:স্ফূর্তভাবে আইভীকে স্বাগত জানান এবং আগামী নির্বাচনে তাকে বিপুল ভোটে নির্বাচিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।