নাসিক নির্বাচন: মহানগর শ্রমিকলীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

93
নাসিক নির্বাচন: মহানগর শ্রমিকলীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নির্বাচন পরিচালনা করার জন্য জাতীয় শ্রমিকলীগ নারায়ণগঞ্জ মহানগর শাখার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

নাসিক নির্বাচন: মহানগর শ্রমিকলীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

বুধবার (০৪ জানুয়ারী) সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দের নির্দেশে মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্নার ব্যক্তিগত কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়।

নাসিক নির্বাচন: মহানগর শ্রমিকলীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

এতে নগরীর প্রতিটি ওয়ার্ডে শ্রমিকলীগের ১৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। আগামীকাল থেকেই নিজ নিজ ওয়ার্ডে এই কমিটির সদস্যরা নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাবে বলে জানানো হয়।

নাসিক নির্বাচন: মহানগর শ্রমিকলীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

সভায় আওয়ামীলীগের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে দলের জন্য এবং দল মনোনীত প্রার্থীর জন্য সর্বাত্মক কাজ করার আহবান জানানো হয়েছে। একইসাথে স্বাধীণতার পরাজীত শক্তি যাতে কোনোভাবেই মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেই আহবানও জানান নেতৃবৃন্দরা।

নাসিক নির্বাচন: মহানগর শ্রমিকলীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর কবির বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, সহ-সভাপতি জাকির হোসেন, হাজী নুরুল ইসলাম সবুজ, হাজী বাবুল, রাশেদ নেওয়াজ বাচ্চু, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মোল্লা, রকিবুল হাসান রিয়ন, সাংগঠনিক সম্পাদক সামছুল আলম, শ্রমবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ প্রতিটি ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারীবৃন্দ।