মানুষের সেবা করার মাধ্যমে আল্লাহকে পেতে চাই – আইভী

41
মানুষের সেবা করার মাধ্যমে আল্লাহকে পেতে চাই - আইভী

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হচ্ছে। আমি নাকি ট্যাক্স বাড়িয়ে দিয়েছি। যদি বাড়িয়েই দিতাম তাহলে গত ৫ বছরে আপনারা আমার কাছে যাইতেন না। এখন এই নির্বাচনের সময়ে কে এসব মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে তা আপনারা দেখবেন।

নগরীর সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ১ নং ওয়ার্ডে গণসংযোগকালে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (০৪ জানুয়ারী) সকাল ১০ টায় এ অঞ্চলে নির্বাচনী প্রচারনায় নেমে ভোটারদের দ্বারে দ্বারে যান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের সমর্থিত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

১নং ওয়ার্ডে উঠান বৈঠকে বক্তব্য রাখছেন ডা. সেলিনা হায়াৎ আইভী।

এসময় তিনি বলেন, বিগত সময়ে আমি যখন এখানে এসেছিলাম, তখন আপনারা আমাকে রাস্তা-ঘাটের কথা বলেছেন। তারই প্রেক্ষিতে আমি এই ১নং ওয়ার্ডে প্রায় একশত পঞ্চাশ কোটি টাকার কাজ করিয়েছি। আরো প্রায় ৫০ কোটি টাকার বেশী কাজ চলমান। প্রায় দুইশত কোটি টাকার কাজ হয়েছে।

শুধু নৌকার কথাই বলবো উল্লেখ করে আইভী বলেন, আমি আজ নৌকা ছাড়া অন্য কারো বিষয়ে কিছু বলবো না। কেননা এখানে অনেক কাউন্সিলর প্রার্থী আছে, আমার ডানে আছে গত ৫ বছর কাজ করা কাউন্সিলর ফারুক, বামে আছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমানের ছেলে মাহমুুদুর রহমান দাড়িয়েছে, ১০ বছর কাজ করেছেন মাকসুদা মোজাফ্ফর। এছাড়া আরও কয়েকজন কাউন্সিলর প্রার্থী আছে। তাই শুধু নৌকার কথা বলবো, আগে নৌকায় ভোট তারপর অন্য কিছু চিন্তা করবেন। আগে শেখ হাসিনার নৌকা, আইভীর নৌকা।

২র্ন ওয়ার্ডে গেলে ওয়ার্ডবাসীর ফুলেল ভালোবাসায় সিক্ত আইভী হাত উচু করে ওয়ার্ডবাসীকে নিজের উপস্থিতির জানান দিচ্ছেন

তিনি বলেন, ২শ কোটি টাকার কাজ করেছি বিভিন্ন সময়ে, আরো যে দাবি আছে আপনাদের তা পূরণ করবো। আমি এ খালটা করে দিতে চেয়েছিলাম, কিন্ত সেনাবাহিনী করবে বলে আমি পারি নাই। একটা খেলার মাঠ এখানে নাই আমি জানি, এটা ঘনবসতি এলাকা, সম্ভব হলে জায়গা থাকলে একোয়ার করে মাঠ করে দিবো। কিন্তু জায়গা যদি না থাকে তাহলে কিছু করার নাই, অন্য জায়গায় ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, অনেকে পানির দাবি করেছেন, আপনারা ডিপ টিউবওয়েলের পানি খান, এখানে সাপ্লাইয়ের লাইন নাই। আমরা চেষ্টা করছি, পানির ব্যবস্থা করার কিন্তু সকলকে ট্যাক্স দিতে হবে। এই নির্বাচনের সময়ে আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হচ্ছে। আমি নাকি ট্যাক্স বাড়িয়ে দিয়েছি। যদি বাড়িয়েই দিতাম তাহলে গত ৫ বছরে আপনারা আমার কাছে যাইতেন না। এখন এই নির্বাচনের সময়ে কে এসব মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে তা আপনারা দেখবেন।

মেয়র আইভীকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মাদ ইকবাল হোসেন।

কখনো অন্যায়, চাঁদাবাজি, সন্ত্রাসী করি নাই উল্লেখ করে আইভী বলেন, এই সিদ্ধিরগঞ্জ নৌকা অধ্যুষিত এলাকা, নৌকার ঘাটি। এখান থেকে যেন নৌকাকে বিপুল ভোটে পাশ করাতে পারেন সেই ব্যবস্থা করেন। আমি আপনাদের কাছে আগামী ৫ বছরের জন্য চেয়ে গেলাম, আমি আপনাদের সেবা করতে চাই। আপনাদের সুখে-দুখে আপনাদের পাশে থাকতে চাই। আমি এই শহরের মধ্যে কোনো অন্যায় করি নাই, সন্ত্রাসী করি নাই, চাঁদাবাজি করি নাই। কেউ বলতে পারবে না এই নারায়ণগঞ্জে আমার মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্থ হয়েছেন বা আমি কারো ক্ষতি করেছি বা কাউকে আমি আঘাত করেছি।

মিথ্যা কথা বলে জনগনের মন জয় করা যাবে না উল্লেখ করে আইভী বলেন, আমি শহর-বন্দর-সিদ্ধিরগঞ্জে সমান তালে কাজ করেছি। মানুষের কল্যানে, জনকল্যানে কাজ করেছি। আমার এই পরিষদের আওয়ামীলীগ-বিএনপির কাউন্সিলররা ছিলো। আমি কখনো দুই দৃষ্টিতে দেখি নাই, যেখানে যা প্রয়োজন তাই করেছি। আমার বিরুদ্ধে যে প্রার্থী দাড়িয়েছি হাতি প্রতীকে, তার ছোট ভাই কাউন্সিলর তার ওয়ার্ডে আমি একশত পঞ্চাশ কোটি টাকার কাজ করিয়েছি। আর উনি বলেন আমি নাকি কাজ করি নাই, আমি যদি কাজ না করে থাকি তাহলে তো উনার ভাই ই ব্যর্থ। মিথ্যা কথা বলে মানুষের মন জয় করা যাবে না। আমি সবসময় সত্য কথা বলি, সত্যই বলবো। পানির ট্যাক্স দিতে হবে, আমি আপনাদেরও ফাকি দিতে পারবো না, সরকারকেও ফাকি দিতে পারবো না।

মানুষের সেবা করার মাধ্যমে আল্লাহকে পেতে চাই – আইভী

তিনি আরও বলেন, আমার বাবা আলী আহাম্মদ চুনকা শ্রমিক নেতা ছিলেন। এক সময় শ্রমিকলীগ করতেন, পরে তিনি শহর ও জেলা আওয়ামীলীগের সভাপতি হয়েছেন। আমরা কখনোই দলের সাথে বেঈমানি করি নাই।

এসময় ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, শহর যুবলীগের সহ-সভাপতি কামরুল হুদা বাবু, ১ নং ওয়র্ডের কাউন্সিলর ওমর ফারুক, প্রার্থী মাহমুদুর রহমান, ২নং ওয়ার্ডে কাউন্সিলর ইকবাল হোসেন, প্রার্থী শফিকুল ইসলাম, প্রার্থী আমিনুল হক ভুইয়া রাজু প্রমুখ।

সকালে ১ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ পুল থেকে শুরু করে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত হিরাঝিল, মিজমিজি পূর্বপাড়া, বাতেন পাড়া, ২নং ওয়ার্ডের মিজমিপি পশ্চিম পাড়া, পাইনাদিসহ ১ ও ২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচারণা করেন আইভী। প্রচারণাকালে স্থানীয় জনগন ফুল ছিটিয়ে আইভীকে অভ্যর্থণা জানান।