আইভীর প্রচারণায় কাজী সহিদ’র যোগদান

37
আইভীর প্রচারণায় কাজী সহিদ’র যোগদান

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে নৌকার পক্ষে ভোট চেয়েছেন ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সহিদ আহাম্মদ।

আজ রবিবার (০৯ জানুয়ারী) সন্ধ্যায় নগরীর বন্দর অঞ্চলে ২২ নং ওয়ার্ডে আইভীর প্রচারণাকালে তাকে ফুলের শুভেচ্ছা জানান কাজী সহিদ। একইসাথে আইভীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি।

আইভীর প্রচারণায় কাজী সহিদ’র যোগদান

গণসংযোগ শেষে কাজী সহিদ আহাম্মদ বলেন, আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে জনগন যাকে সমর্থন করে, প্রধানমন্ত্রী যাকে যোগ্য মনে করেন সেই আমাদের প্রিয় আইভী আপাকে নৌকা মনোনীত প্রার্থী করেছেন।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ষড়যন্ত্রকারীরা ও স্বাধীণতা বিরোধীরা বিভিন্ন চক্রান্ত করছে, সকল ষড়যন্ত্রের বাধা ছিন্ন করে আওয়ামীলীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে একসঙ্গে নৌকার পক্ষে কাজ করে নৌকার প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করে আনবো।

আইভীর প্রচারণায় কাজী সহিদ’র যোগদান

এদিকে, ডা. সেলিনা হায়াৎ আইভী সকালে ২২ নং ওয়ার্ডের দত্তপাড়া, বাংলাদেশ পাড়া, কোটপাড়া, বন্দর ঠাকুরবাড়ি, বন্দর কলোনী, স্বল্পের চক, এস এস সাহা রোড, এইচএম সেন রোড, উইলসন রোডসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। মানুষের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মু্িক্তযোদ্ধা আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, নারী কাউন্সিলর শাওন অংকন, শহর যুবলীগের সহ-সভাপতি কামরুল হুদা বাবু, মহানগর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক কমল, যুবলীগ নেতা অপু প্রমুখ।