ভুল বুঝতে পেরেছে ১৮ নং ওয়ার্ডবাসী, বিপুল ভোটে জয় মুন্নার

488

নারায়ণগঞ্জ সমাচার:

নিজেদের ভুল বুঝতে পেরে, সুযোগ পেয়েই তা শুধরে নিলেন ১৮ নং ওয়ার্ডবাসী। জয়ী করলেন তাদের প্রিয় ব্যক্তিত্ব, গণমানুষের নেতা কামরুল হাসান মুন্নাকে।

গতকাল (১৬ জানুয়ারি) এবারের নাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ঘুড়ি প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে জয় পায় মুন্না।

দিনভর তাকে ভোট দিয়ে জয়ী করে এলাকাবাসী। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঠেলাগাড়ি প্রতীকের প্রার্থী কবির হোসেনকে হাজারের চেয়েও বেশী ভোটের ব্যবধানে পরাজীত করেন মুন্না।

এ জয়ের পর ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মুন্না। এসময় তিনি বলেন, “এ জয় আমার নয়, এ জয় ওয়ার্ডবাসী”। আমি ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, একইসাথে গত সময়ে আমার যে ভুল-ত্রুটি হয়েছিলো তা আমি এবার আর হবে না বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।