নির্বাচিত হয়েই জনসেবায় ব্যস্ত করোনা যোদ্ধা শকু

28

নারায়ণগঞ্জ সমাচার:

সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে পুন:নির্বাচিত হয়েই জনসেবায় ব্যস্ত সময় পার করছে ১২নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর শওকত হাশেম শকু। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণের মাত্রা প্রতিরোধে ও সাধারণ জনগনকে সচেতন করতে ওয়ার্ডবাসীর মাঝে স্বাস্থ্য সামগ্রী তথা মাস্ক বিতরণ করেছেন পরীক্ষিত এ করোনা যোদ্ধা।

আজ বুধবার (১৯ জানুয়ারী) সকাল থেকে তিনি ওয়ার্ডের বউবাজারের ক্রেতা-বিক্রেতাসহ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এ স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেন এবং মানুষকে করোনা সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেন।

শওকত হাশেম শকু

মাস্ক বিতরণ শেষে ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে গণমাধ্যমের কাছে শওকত হাশেম শকু বলেন, করোনার যে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন তার সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণের এ মাত্রা প্রতিরোধে আগামী এক সপ্তাহব্যাপি আমার ওয়ার্ডের চলমান মানুষের মাঝে আমি মাস্ক বিতরণ করবো এবং মানুষকে সচেতন করার চেষ্টা করবো। কেননা আমরা যদি সচেতন না হই, তাহলে ওয়ার্ডবাসী ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, গত ১৬ তারিখ ওয়ার্ডবাসী তথা জনগন আমাকে আবারো নির্বাচিত করেছে, তাই আমার দায়িত্ব অনেক বেশী। যে কারণে প্রথমেই আমি স্বাস্থ্যখাতে আমার সময়টা আমি ব্যয় করতে চাই, কারণ স্বাস্থ্যখাতটাই বর্তমানে মূল বিষয়। গত ১৮ মাস আমি করোনা প্রতিরোধে নিরলসভাবে কাজ করেছি। করোনা প্রতিরোধে আমার যে টিম ছিলো “কুইক রেসপন্স”, সেই টিম আমি এবারও গঠন করে ফেলেছি। মানুষ মৃত্যুবরণ করলে লাশ দাফন বা মানুষের যে কোনো সহযোগীতায় আমি এবং আমার টিম প্রস্তুত।