শুক্কুর মাহামুদ সবসময় লোভ-লালসার উর্ধ্বে ছিলেন – কাজিম উদ্দিন প্রধান

51
প্রয়াত শুক্কুর মাহামুদের ২য় মৃত্যুবার্ষিকীতে আয়োজিত মিলাদ-দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখছেন কাজিম উদ্দিন প্রধান

নারায়ণগঞ্জ সমাচার:

বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি প্রয়াত শুক্কুর মাহমুদ স্মরণে সংগঠনের আইন ও দর কষাকষি বিষয়ক সম্পাদক কাজিম উদ্দিন প্রধান বলেন, সবসময় লোভ লালসার উর্ধ্বে ছিলেন প্রয়াত শুক্কুর মাহামুদ ভাই। কখনোই তার উচ্চভিলাসী জীবন-যাপনের ইচ্ছা ছিলো না, তিনি সবসময় শ্রমজীবী মানুষ, গরীব-দু:খী মানুষ, শ্রমিকদের জন্য কাজ করেছেন। উনার যে ক্ষমতা, দক্ষতা, মেধা, গুণ, বুদ্ধি ছিলো তা দিয়ে তিনি ইচ্ছা করলে অনেক আগেই ঐ রাজধানী ঢাকার উত্তরা, গুলশান, বনানীতে বাড়ি-গাড়ি করতে পারতেন। কিন্তু উনি সেটা করেন নাই।

বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ও মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের যৌথ উদ্যোগে শুক্কুর মাহামুদের ২ং মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত মিলাদ-দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গতকাল শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে নগরীর ৫নং ঘাট এলাকায় এ আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় কাজিম উদ্দিন আরও বলেন, টাকা-পয়সার কোনো লোভ ছিলো না তাঁর। তিনি আজ আমাদের মাঝে নেই, আমাদের মাঝে আর কোনো দিন তিনি ফিরে আসবেন না। শুধু তার নীতি-আদর্শগুলো রেখে গিয়েছেন, আমরা তার সেই নীতি-আদর্শ অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যাবো।

বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সবুজ শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন প্রধান বাবুল, মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রানী খান, জাহাজী শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মঈন মাহমুদ, বাংলাদেশ নৌ যান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কার্যকরী সভাপতি সরদার আলমগীর মাস্টার প্রমুখ।