
নারায়ণগঞ্জ সমাচার:
যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক এবং মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজলকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন সেন্টু।
গতকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে জাকির হোসেন সেন্টু বলেন, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির জনপ্রিয়তার কারণে সরকারী দল ভীত বলেই বিভিন্ন সময়ে কোনো কারণ ছাড়াই মিথ্যা ও ভুতুড়ে মামলা দিয়ে বিএীনপির নেতাকর্মীদের গ্রেফতার করে। এরই ধারাবাহিকতায় ঢাকা থেকে ফেরার পথে সাদেকুর রহমান সাদেক ও মনিরুল ইসলাম সজলকে গ্রেফতার করে পুলিশ। এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, হামলা-মামলা দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবেনা। তাই অনতিবিলম্বে তাদের মুক্তি দাবি করছি।
প্রসঙ্গত গত ৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে ফেরার পথে সাদেকুর রহমান সাদেক ও মনিরুল ইসলাত সজলকে গ্রেফতার করে পল্টন থানা পুলিশ।