বাংলাদেশের অর্থনীতির অন্যতম মূল শক্তি নারায়ণগঞ্জ

30

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বলেছেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম মূল শক্তি হলো নারায়ণগঞ্জ। দেশের অধিকাংশ মিল-ইন্ডাস্ট্রি, শিল্প-কলকারখানা, গার্মেন্ট-হোসিয়ারী সবই নারায়ণগঞ্জে। তাই টিকা না নেয়ার কারণে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা হলে লক্ষ লক্ষ লোক কর্মহীন হয়ে পড়বে। অচল হয়ে পড়বে অর্থনীতির চাকা। বিশেষত দেশের অর্থনীতির চাকা সচল রাখতে হলে অবশ্যই টিকা নিতে হবে।

নগরীর ১৮ নং ওয়ার্ডের শহীদ বাপ্পী স্মরণি এলাকায় ভ্রাম্যমান টিকা কার্যক্রমে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসকের উদ্যোগে ও ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্নার নিরলস শ্রম, ঐকান্তিক প্রচেষ্টা ও সর্বাত্মক সহযোগিতায় ভ্রাম্যমান এ টিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক বলেন, আমরা টিকা কেনো নিবো তা আমাদের জানতে হবে। নিজেদের বাঁচাতে, পরিবারের সদস্যদের বাঁচাতে, প্রতিবেশী, সমাজ ও দেশবাসীকে বাঁচাতে সকলকে টিকা নিতে হবে।

জেলা প্রশাসকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। কাউন্সিলর কামরুল হাসান মুন্নার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান, এনডিসি এস. এম. রাসেল ইসলাম নূর, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, আট-ময়দা মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, গম-চাউল আড়ৎদার মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, গোগনগর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার বাপ্পী, যুবলীগ নেতা শাহীন, তাইফুল হাসান তান্না, শ্রমিকলীগ নেতা রফিকুল ইসলাম রিয়ন প্রমুখ।