
নারায়ণগঞ্জ সমাচার:
ফতুল্লা থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় মাসদাইর আওয়ামীলীগ ও যুবলীগের পক্ষ থেকে বিশালাকার মিছিল নিয়ে যোগদান।
মিছিলটি গতকাল রবিবার (১৩ মার্চ) বিকেলে মাসদাইর হতে শুরু হয়ে ফতুল্লা থানাধীন পঞ্চবটিস্থ ইউনাইটেড ক্লাবে আয়োজিত কর্মীসভায় গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীদের ”নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনা ঘাটি, নারায়ণগঞ্জের মাটি শামীম ওসমানের ঘাটি” স্লোগান সহ নানা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ফতুল্লার রাজপথ।

ফতুল্লা থানা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মতিউর রহমান প্রধানের নেতৃত্বে যুবলীগ নেতা মিজানুর রহমান, গাফ্ফার, কাজি আল মামুন, মো. কাইয়ুম, মো. মন্টু, মো. মোক্তার, মো. টিটু, মো. হাসমতসহ বিপুল সংখ্যক নেতাকর্মী এতে যোগদান করেন।