
নারায়ণগঞ্জ সমাচার:
কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা না রাখায় প্রচন্ড গরমে হাসফাস করতে দেখা যায় নেতাকর্মীদের। আজ শুক্রবার দুপুরে কাশিপুরের উজির আলী উচ্চ বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দীর্ঘ সময় ধরে ফতুল্লা থানাধীন কোনো ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত না হওয়ায় আজকের এ সম্মেলনে কাশিপুর ইউনিয়নসহ অন্যান্য ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হন। তবে প্রচন্ড গরমের কারণে অনুষ্ঠান শুরুর পূর্বেই আয়োজকদের প্রতি ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন অনেকে। ফলে অনুষ্ঠান শুরুর পরই ধীরে ধীরে চেয়ার খালি হতে থাকে।

ফতুল্লা থানা আওয়ামীলীগের সদস্য হওয়া ফতুল্লা ইউনিয়নের এক নেতা বলেন, দীর্ঘ সময় পর একটি ইউনিয়নের সম্মেলন হচ্ছে। হয়তো এর পরেই আমাদের ফতুল্লা ইউনিয়নের সম্মেলন হবে, তাই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হয়েছিলাম। কিন্তু পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা না করায় তথা পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা না করায় গরমের কারণে চলে যেতে বাধ্য হচ্ছি।
আরেক নেতা বলেন, আয়োজকদের বুঝা উচিৎ ছিলো যে চৈত্রের এ ভরদুপুরে গরমে মানুষের হাসফাস অবস্থা হবে। তাই পর্যাপ্ত পরিমাণে ফ্যানের ব্যবস্থা করলে অনুষ্ঠানটি আরো সুন্দর হতো বলে মনে করেন তিনি।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুলাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, প্রধান বক্তা ছিলেন ভিপি বাদল, উদ্বোধক হিসাবে ছিলেন এম সাইফ উল্লাহ বাদল এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এম শওকত আলী। এছাড়াও সহ-সভাপতি আসাদুজ্জামান, ওয়ালী মাহমুদ, আশ্রাফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোমেন শিকদার, লিটন, মান্নান, জেলা কৃষকলীগ সভাপতি নাজিম উদ্দিন, মহানগর কৃষকলীগ সেক্রেটারী লিটন প্রমুখ।