
নারায়ণগঞ্জ সমাচার:
অসাবধানতাবশত আগুন লেগে গিয়ে ছোট-বড় দুর্ঘটনা ও হতাহতের পাশাপাশি আর্থিক ক্ষতির ঘটনা এখন নিত্যদিনের। তবে, একটু সাবধানতার সাথে কাজ করলে, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপন যন্ত্র থাকলে এবং সঠিক সময়ে ফায়ার সার্ভিসকে জানালে এসব দুর্ঘটনা থেকে জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ বহুগুণ কমে আসবে বলে জানান ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগীয় সহকারী পরিচালক আব্দুল হালিম।

নারায়ণগঞ্জের ১নং রেল গেইট ও বাস-টার্মিনাল এলাকায় অগ্নিনির্বাপন, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক এক মহড়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অগ্নিকান্ডের ঘটনায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উদ্যোগে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত এ মহড়া অনুষ্ঠিত হয়।

মন্ডলপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিনের সভাপতিত্বে মহড়া পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র শারমিন হাবিব বিন্নী। এছাড়াও হাবিব কমপ্লেক্স, রিভারভিউ মার্কেট ও মৃধা টাওয়ারের ব্যবসায়ী এবং বাস-টার্মিনাল এলাকার মালিক ও শ্রমিকরা এসময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিন্নী বলেন, প্রতিবছর অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যেমনি ভাবে মানুষের প্রাণহানির ঘটনা ঘটে, তেমনিভাবে আর্থিক ব্যাপক ক্ষয়ক্ষতির মাধ্যমে অনেকে বড় লোকসানের সম্মুখীন হন। তাই এ ধরনের মহড়া কার্যক্রম আরো অধিক পরিমাণে করার জন্য ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন তিনি। পাশাপাশি সকলকে আরো বেশী সচেতন হওয়ার পরামর্শ দেন এ নারী কাউন্সিলর।
অগ্নিকান্ডের ঘটনা ঘটলে কিভাবে এবং কত দ্রুত আগুন নেভাতে হবে, আহতদের চিকিৎসা ও আটকে পড়াদের উদ্ধার করতে হবে তা এ মহড়ায় দেখানো হয়।