
নারায়ণগঞ্জ সমাচার:
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্থ “আইনজীবী প্রনোদনা তহবিল” এর চেক হস্তান্তর এবং বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যদের সম্বর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও এটর্নী জেনারেল এড. এ. এম. আমিনউদ্দিন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারোয়ার।

আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. রবিউল আমিন রনির সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মন্সী মো. মশিয়ার রহমান, বিচারক নাজমুল হক শ্যামল, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফারহানা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

এছাড়া যাদের সম্বর্ধনা দেয়া হয় তারা হলেন, বাংলাদেশ বার কাউন্সিলের কার্যকরী এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এড. সৈয়দ রেজাউর রহমান, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান এড. কাজী মো. নজিবুল্লাহ হিরু, হিউম্যান রাইটস ও লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এড. মো. মোখলেছুর রহমান বাদল, সদস্য এড. মো. রবিউল আলম বুদু, এড. মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা, এড. আব্দুল বাতেন।