
নারায়ণগঞ্জ সমাচার:
এড. মাহফুজুর রহমান হুমায়ন বলেছেন, আজকে দেশে বিদ্যুত নেই ঘনঘন লোডশেডিং হয়। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে জনগন আজ দিশেহারা। স্বৈরাচারী এ সরকার ও তাদের এমপি মন্ত্রী হাজার-হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে হাবিব উন নবী খান সোহেল ভাইয়ের নেতৃত্বে আমরা গনভবন ঘেরাও করবো এবং শেখ হাসিনার পতন ঘটাবো।
দেশব্যাপী বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে সরকারের অব্যবস্থাপনার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে রবিবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, আজকে অনেক গরম পড়েছে, আমাদের অবস্থা কাহিল। এর চেয়েও বেশী কাহিল অবস্থা আওয়ামীলীগের, শেখ হাসিনার। শেখ হাসিনাকে বলবো, মাত্র হারিকেন হাতে ধরাইছে জনগন। সময় থাকতে ক্ষমতা ছেড়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন, তা না হলে টেনে হিচরে আপনাকে ক্ষমতা থেকে নামানো হবে বলেও হুশিয়ারী দেন তিনি।
এর আগে তিনি বলেন, আজকে যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সেই হাবিব উন নবী খান সোহেল ভাইকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার দরকার নেই। কেননা উনার উপস্থিতিই আমাদের আন্দোলন সংগ্রামে সাহস যুগিয়েছে।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন, লুৎফর রহমান আবদু, মহানগর বিএনপির সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, সাংগঠনিক সম্পাদক টিপু।
আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেল, সদস্য সচিব শহীদুল ইসলাম টিটু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক লুৎফর রহমান খোকা, রূপগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব বাছির উদ্দিন বাচ্চু, যুগ্ম আহবায়ক আশরাফুল হক রিপন, গোলজার চেয়ারম্যান, বিএনপি নেতা আব্বাস উদ্দিন ভুইয়া, এড. রেজাউল হক, আজিজ মাস্টার, মোস্তফা, জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা যুবদল সদস্য সচিব মশিউর রহমান রনি, ছাত্রদল নেতা নাহিদ হোসেন প্রমুখ।