
নারায়ণগঞ্জ সমাচার:
নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদল।
দিনটি উপলক্ষ্যে কাশিপুরের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে সোমবার ১৫ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি। সাইফুল্লাহ বাদলের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে একে একে কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগ, ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এসময় কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এম এ সাত্তার, ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু, যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন, কাশিপুর ইউপির ২নং ওয়ার্ড মেম্বার খোকা, ৩নং ওয়ার্ড মেম্বার শামীম, ৪নং ওয়ার্ড মেম্বার পলাশ, ৬ নং ওয়ার্ড মেম্বার উজ্জল, ৭ নং ওয়ার্ড মেম্বার শামীম আহমেদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
সকালে ফতুল্লা থানা এলাকায় বেশ কয়েকটি স্থানে গিয়ে মিলাদ ও দোয়ায় অংশ নেন এ নেতা। এছাড়া বিকেলে ফতুল্লা থানা আওয়ামীলীগের পক্ষ থেকে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
এতে উপস্থিত ছিলেন থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, সহ-সভাপতি আসাদুজ্জামান, সালাউদ্দিন মেম্বার প্রমুখ।