রাজনীতির চেয়ে অপরাজনীতি বেশী হচ্ছে- শামীম ওসমান

38
রাজনীতির চেয়ে অপরাজনীতি বেশী হচ্ছে- শামীম ওসমান

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি প্রশ্ন রাখতে চাই আমরা করছিটা কি? আমরা দল করছি নাকি দলের ভিতরে কোন্দল করছি। আমরা কি করছি? বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করছি, নাকি পদ-পদবী বাগানোর জন্য যতটুকু পদলেহন করা যায়, ততটুকু পদলেহন করছি। আমরা কি করছি? পদ পাওয়ার আগ পর্যন্ত জান দিয়ে-প্রাণ দিয়ে দেখাচ্ছি আমার চেয়ে বড় আওয়ামীলীগার আর কেউ নাই, ইন এভরি সেক্টর। যখন পদ পেয়ে যাচ্ছি, তখন চিন্তুা করছি আমার কাছে আমার চেয়ে বেশী ইমপোর্টেন্ট কেউ নাই।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির মিলাদ, দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহান স্বাধীণতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বুধবার দুপুরে আইনজীবী সমিতির ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

শামীম ওসমান বলেন, ৭৫’ এ তো অনেক আদর্শিক নেতাকর্মী ছিলো অনেক। হাইব্রীড ছিলো জিরো পয়েন্ট ওয়ান, মোস্তাকের ব্বংশধর। আর ৯৯ পার্সেন্ট ছিলো আদর্শিক। এখন আদর্শিক কত পারসেন্ট আছে, আর হাইব্রীড কতো পারসেন্ট আছে সেটা তো চিন্তার বিষয়।

তিনি বলেন, এখানে রাজনীতির চেয়ে অপরাজনীতি বেশী হচ্ছে। ঐক্যের চেয়ে কোন্দল বেশী হচ্ছে। কিছু লোক কোন্দল লাগিয়ে রাখার জন্য চেষ্টা করেন। বড় বড় পদ-পদবী আদায় করে নিয়েছেন, ইনজয় করছেন, করেন আপত্তি নাই। কিন্তু দলটা করেন, সবাই মিলে দলটা করি। যদি সবাই মিলে দলটা করতাম তাহলে হয়তো জাতির পিতার কণ্যার প্রশ্নের উত্তর দিতে পারতাম। যে না আপনি মরে গেলে ৭৫’এর মতো হবে না কিছু একটা হবে।

তিনি আরও বলেন, জাতির পিতার কণ্যা শুধু আওয়ামীলীগের সম্পদ না, উনি এখন বাংলাদেশের সম্পদ। উনি প্রধানমন্ত্রী শুধু না। বিশ্বাস করেন, আল্লাহ মাফ করুক যদি উনার কালকে কিছু হয়, এই দেশে না আপনি, না আমি, অন্য কেউ বসবাসের উপযুক্ত দেশ থাকবে না। এটা একটা ভয়াবহ রাষ্ট্রে পরিণত হবে।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে এতে বিশেষ উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।

সমিতির সাধারণ সম্পাদক এড. রবিউল আমিন রনির সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এড. সামসুল ইসলাম ভুইয়া, এড. মাসুদুর রউফ, সাবেক পিপি এড. ওয়াজেদ আলী খোকন, বর্তমান পিপি এড. বুলবুল প্রমুখ।