শামীম ওসমানের সমাবেশে জনসমুদ্রে পরিনত

46
শামীম ওসমানের সমাবেশে জনসমুদ্রে পরিনত

নারায়ণগঞ্জ সমাচার:

শোকাবহ আগস্ট উপলক্ষ্যে এবং স্বাধীণতা বিরোধীদের জবাব দিতে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ডাকা সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। গোটা নারায়ণগঞ্জ শহর মিছিলের নগরীতে পরিনত হয়েছিলো শনিবার।
শহরের ২নং রেল গেইটের এই সমাবেশকে ঘিরে দুপুরের পর থেকেই জেলার প্রতিটি উপজেলা-থানা, ওয়ার্ড, পাড়া-মহল্লা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে সমাবেশে যোগ দেন নেতৃবৃন্দরা। সবচেয়ে বেশী লোক হয় সাংসদের নিজ্ব এলাকা তথা ফতুল্লা থেকে।

এছাড়াও শহরতলী, সিদ্ধিরগঞ্জ, বন্দর, সোনারগাঁ, রূপগঞ্জ এবং আড়াইহাজার থেকে মিছিলের পর মিছিল এসে লোকে লোকারন্য হয়ে যায় গোটা নারায়ণগঞ্জ শহর। বেলা গড়ানোর সাথে সাথে একের পর এক মিছিল আসতে থাকে ২নং রেল গেইট এলাকায়। নেতাকর্মীদের উপস্থিতিতে ২নং রেল গেইট থেকে চাষাঢ়া পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে উঠে পুরো শহর।

সমাবেশে চন্দন শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শামীম ওসমান। আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভিপি বাদল, মহানগরের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক হেলাল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল, সাধারন সম্পাদক এম শওকত আলী, সহ-সভাপতি আসাদুজ্জামান, লুৎফর রহমান স্বপন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, সোনারগা উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এড. সামছুল ইসলাম ভুইয়া, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার, যুগ্ম আহবায়ক ইঞ্জি: মাসুদুর রহমান মাসুম, বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল।

আরও উপস্থিত ছিলেন নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামীলীগের সদস্য হাজী ইফতেখার আলম খোকন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, সাধারন সম্পাদক ফাইজুল ইসলাম, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ শরীফুল হক, সাধারন সম্পাদক এম এ মান্নান, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটন, যুবলীগ নেতা আজমত আলী, যুবলীগ নেতা জানে আলম বিপ্লবসহ সর্বস্তরের নেতৃবৃন্দ। ফলে এ সমাবেশ অনেকটা জনসমুদ্রে পরিণত হয়েছে বলে দাবী শামীম ওসমান সমর্থকদের।