বিপ্লবের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী নিয়ে জনসভায় যোগদান

48
বিপ্লবের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী নিয়ে জনসভায় যোগদান
নারায়ণগঞ্জ সমাচার: 
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের জনসমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে যোগদান করেছেন ফতুল্লা থানা যুবলীগের অন্যতম নেতা জানে আলম বিপ্লব।
শনিবার (২৭ আগস্ট) দুপুরে তল্লা এলাকা থেকে বিশালাকার এক মিছিল নিয়ে চাষাড়াসহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ২নং রেল গেইট এলাকার সমাবেশে যোগদান করেন তিনি।
এসময় “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”, “নারায়ণগঞ্জের মাটি, শামীম ওসমানের  ঘাটি”, “নারায়ণগঞ্জের মাটি, শেখ হাসিনার ঘাটি” এ ধরনের বিভিন্ন শ্লোগানে দিতে দিতে রাজপথ প্রকম্পিত করে তোলে নেতাকর্মীরা। তাদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো নগরী।

সমাবেশে চন্দন শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শামীম ওসমান। আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভিপি বাদল, মহানগরের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক হেলাল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল, সাধারন সম্পাদক এম শওকত আলী, সহ-সভাপতি আসাদুজ্জামান, লুৎফর রহমান স্বপন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, সোনারগা উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এড. সামছুল ইসলাম ভুইয়া, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার, যুগ্ম আহবায়ক ইঞ্জি: মাসুদুর রহমান মাসুম, বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল।

আরও উপস্থিত ছিলেন নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামীলীগের সদস্য হাজী ইফতেখার আলম খোকন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, সাধারন সম্পাদক ফাইজুল ইসলাম, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ শরীফুল হক, সাধারন সম্পাদক এম এ মান্নান, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটন, যুবলীগ নেতা আজমত আলীসহ সর্বস্তরের নেতৃবৃন্দ।