
নারায়ণগঞ্জ সমাচার:
আসন্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ২নং সাধারণ ওয়ার্ডে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা পরিষদের সাবেক সফল মেম্বার ও ফতুল্লা থানা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোস্তফা হোসেন চৌধুরী।
রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে জেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমানের কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এদিকে, জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়নপ্রাপ্ত তথা নৌকা প্রতীক প্রাপ্ত, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি চন্দন শীলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোস্তফা হোসেন চৌধুরী।

মোস্তফা চৌধুরী সম্পর্কে জানা গেছে, করোনাকালীণ সময়ে যখন অনেকেই ঘরে বসে ছিলেন তখন মানবতার সেবায় এগিয়ে আসেন সাহসী এ করোনাযোদ্ধা। মানুষের ঘরে খাবারা পৌছে দেয়া, অসহায়দের সাহায্যৃ করা, মৃত ব্যক্তিদের দাফনসহ জনসেবামূলক নানা কাজে নিয়োজিত ছিলেন তিনি। টিম মোস্তফা-১৯ নামে একটি কুইক রেসপন্স টিমও গঠন করেছিলেন এ নেতা।

রাজনৈতিক জীবনে মোস্তফা চৌধুরী ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগে বলিষ্ঠ ভুমিকা রেখে বর্তমানে ফতুল্লা থানা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ সময় সামনের সারিতে দাড়িয়ে দলীয় কর্মসূচী বাস্তবায়ন ও বিগত সময়ে পরিষদের দায়িত্ব পালনের কারনে সদর উপজেলাধীন সাত ইউনিয়ন ও বন্দর উপজেলাধীন পাঁচ ইউনিয়নের সকল জনপ্রতিনিধি, জেলার সকল নেতৃবৃন্দের কাছে বেশ পরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব তিনি।
শুধু আওয়ামীলীগের নেতাকর্মীই নয় বরং গোটা নারায়ণগঞ্জবাসীর কাছে দলমত নির্বিশেষে সর্বজন স্বীকৃতি ক্লিন ইমেজের ব্যক্তি হিসাবেই পরিচিত মোস্তফা চৌধুরী।
উল্লেখ্য, জেলা পরিষদের গত নির্বাচনেও বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে অত্যন্ত সফলতার সহিত সদস্য পদে কাজ করেছেন তিনি।