ভোটের মাধ্যমে এনায়েতনগরের ৩নং ওয়ার্ডে আ:লীগের কমিটি গঠন

81
ভোটের মাধ্যমে এনায়েতনগরের ৩নং ওয়ার্ডে আ:লীগের কমিটি গঠন

নারায়ণগঞ্জ সমাচার:

ফতুল্লা থানাধীন এনায়েতনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে সভাপতি নির্বাচিত করেছে ওয়ার্ড আওয়ামীলীগের কাউন্সিলররা।

শুক্রবার (০৮ সেপ্টেম্বর) দিনভর টানটান উত্তেজনা, নেতাকর্মীদের হৈ-হুল্লোর ও নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এ পদে নির্বাচিত হন ফজলুল হক। এছাড়া ৪ সাধারণ সম্পাদক প্রার্থীর মধ্যে তিনজন সমর্থন দিলে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন মতিউর রহমান।

দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠেয় ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে বিগত বেশ কিছুদিন যাবৎ সাজ সাজ রব বিরাজ করছিলো মুসলিমনগর এলাকায়। সভাপতি-সম্পাদক প্রার্থীদের ব্যানার-ফেস্টুন ছিলো পুরো এলাকায়। অবশেষে শুক্রবার অনুষ্ঠিত হয় কাঙ্খিত সম্মেলন। বিকাল ৩টায় সম্মেলন শুরু হলেও সভাপতি পদে প্রত্যক্ষ ভোটের কারণে সম্মেলন শেষ হয় রাত ৯টায়।

সম্মেলনের প্রথম অধিবেশনে নেতাকর্মীরা তাদের মনো:কষ্ট তুলে ধরে থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দের কাছে। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে একটি শক্তিশালী কমিটি গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন নেতাকর্মীরা।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি-সম্পাদক পদে প্রার্থী ছিলো ৯জন। সভাপতি পদে প্রার্থী পাঁচ এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন ৪জন। থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রথমে সভাপতি ও সম্পাদক প্রার্থীদের নিজেদের মধ্যে পরামর্শ করার কথা বলেন। এসময় সম্পাদক পদপ্রার্থী মতিউর রহমানকে সমর্থন দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেন অপর তিনজন, ফলে বিনা প্রতিদ্বন্দিতায় সম্পাদক নির্বাচিত হন তিনি।

তবে, সভাপতি পদে ফজলুল হককে ৩জন সমর্থন দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করলেও অপর প্রার্থী দেলোয়ার হোসেন সমর্থন না দিয়ে প্রত্যক্ষ ভোটের আবেদন জানান। স্থানীয় নেতৃবৃন্দও ভোটাভুটির পক্ষে জোরোলো সমর্থন দেন। ফলে থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সামনে রক্ষিত ব্যালট বাক্সে ভোট দেন ১৪৬ জন কাউন্সিলর। এতে ৮৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ফজলুল হক এবং ২০ ভোট কম পেয়ে পরাজীত হন দেলোয়ার হোসেন।

তবে, সম্মেলন শেষে জয়ী, পরাজীত এবং সমর্থনকারী প্রার্থীদের সকলে মিলে-মিশে একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী কমিটি উপহার দেয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এদিকে, দীর্ঘদিন পরে অনুষ্ঠেয় ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনে ভোটের মাধ্যমে নিজেদের নেতা নির্বাচিত করতে পারায় জারপর নাই খুশী তৃণমূলের নেতাকর্মীরা।

তারা বলেন, অনেকদিন পর ভোটের মাধ্যমে আমাদের নেতা নির্বাচিত করতে পেরেছি, তাই আমরা খুশী। এছাড়াও ভোট প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে সহযোগীতা করায় থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক এম শওকত আলীর প্রতি কৃতজ্ঞতা জানায়।