
নারায়ণগঞ্জ সমাচার:
গণতন্ত্রের মানসকণ্যা, আধুনিক বাংলাদেশের রূপকার, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে ২নং রেল গেটস্থ জেলা-মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই।
সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদলের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য এড. হোসনে আরা বেগম বাবলী।
আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, আবু সুফিয়ান, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: নিজাম আলী, সদস্য শহীদুল্লাহ, জসিম উদ্দিন, মরিয়ম কল্পনা প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও কৃষকলীগ নেতা নাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা জুয়েল হোসেন, প্রমুখ।
আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে আলোকপাত করেন নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাহফেরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।