প্রধানমন্ত্রীর জন্মদিনে আইনজীবী সমিতির মিলাদ ও দোয়া

19

নারায়ণগঞ্জ সমাচার:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা, গণতন্ত্রের মানসকণ্যা, ডিজিটাল বাংলাদেশের রূপকার, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে আইনজীবী সমিতি ভবনে এ দোয়া অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল।

এসময় উপস্থিত ছিলেন জিপি এড. মেরিনা বেগম, পিপি এড. মনিরুজ্জামান বুলবুল, সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী আব্দুর রশিদ ভুইয়া, সাবেক জিপি এড. হুমায়ন কবির, সাবেক পিপি এড. ওয়াজেদ আলী খোকন, আইনজীবী সমন্বয় পরিষদের আহবায়ক মাসুদ উর রউফ, সাবেক সহ-সভাপতি এড. আজহারুল ইসলাম, সিনিয়র আইনজীবী সেলিনা বেগম, মো. ফারুক, বর্তমান সাধারণ সম্পাদক এড. রবিউল আমিন রনি সহ আইনজীবী সমিতির কার্যকরী সকল সদস্যবৃন্দ।

দোয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাহফেরাত কামনা করাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জননেতা একেএম শামীম ওসমান, অয়ন ওসমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।