
নারায়ণগঞ্জ সমাচার:
বন্দর উপজেলাধীন কুতুববাগ দরবার শরীফের পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা জাকির শাহ নকশবন্দী মোজাদ্দেদী’র শাশুড়ি এবং বিশিষ্ট ব্যবসায়ী সাহেদ আলীর স্ত্রী’র কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নগরীর ২নং রেল গেটস্থ এলাকায় সাহেদ আলীর বাসভবনে এ কুলখানি অনুষ্ঠিত হয়।

মরহুমার রূহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া পড়ান কুতুববাগ দরবার শরীফের খাদেম মাওলানা ফারুকী, ফকির টোলা জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা সিরাজুল ইসলাম মনির, বর্তমান ইমাম মাওলানা হাসান।
এসময় মরহুমার স্বামী সাহেদ আলী, পুত্র আজমান হোসাইন সোহান, কণ্যাসহ আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত শনিবার রাতে রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০।







