
নারায়ণগঞ্জ সমাচার:
আগামী ২৩শে অক্টোবর অনুষ্ঠেয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (০৭ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবের ৪তর্থ তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহিদ মো. বাদল। সম্মেলন উপলক্ষ্যে গঠিত উপকমিটির নেতৃবৃন্দকে নিজ্ব নিজ্ব দায়িত্ব যথাযথভাবে পালনের তাগিদ দেয়া হয়। এছাড়াও অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলন সফল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এতে।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, এড. আসাদুজ্জামান, আরজু ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির, আদিনাথ বসু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, ডা. আবু জাফর চৌধুরী বীরু, সাংগঠনিক সম্পাদক ও আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, পিপি এড. মনিরুজ্জামান বুলবুল, দপ্তর সম্পাদক এম এ রাসেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শেখ নিজাম আলী, সদস্য সামসুজ্জামান ভাষানী।
আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এড. সামছুল ইসলাম ভুইয়া, সহ-সভাপতি ইঞ্জি: মাসুদুর রহমান মাসুম, উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু প্রমুখ।







