নুরুজ্জামান ও এড. তাজুল’র নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মীর যোগদান

36

নারায়ণগঞ্জ সমাচার:

নারায়ণগঞ্জ সদর-বন্দরবাসীর বহুল প্রতীক্ষিত নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতু এবং মধুমতী সেতু উদ্বোধন করেন তিনি। উদ্বোধন উপলক্ষ্যে বন্দরে সেতুর টোল প্লাজার সামনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বন্দর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠানস্থলে হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে র‍্যালি করতে করতে যোগদান করেন আওয়ামীলীগ নেতা নুরুজ্জামান ও এড. তাজুল ইসলাম। এতে অংশগ্রহণ করেন বন্দর উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোঃ মোক্তার হোসেন, আওয়ামীলীগ নেতা মাসুদ কবির, আলী আহমেদ , জুয়েল আহমেদ, আক্তার হোসেন,শাহীন, শাহাবুদ্দিন,শাহীন,তাজ মহাম্মদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

এসময় “বন্দরবাসীর উন্নয়ন, শেখ হাসিনার দুই নয়ন”, “নারায়ণগঞ্জবাসীর উন্নয়ন, শেখ হাসিনার দুই নয়ন”, এ ধরনের নানা স্লোগানে স্লোগানে অনুষ্ঠানস্থল মুখরিত করে রাখে নেতাকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওনমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান চন্দনশীল, জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক ভিপি বাদল এবং বন্দর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ প্রমুখ।