
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, জনদাবি আদায় করতে গিয়ে পুলিশের গুলিতে আমাদের পাঁচ সহযোদ্ধা নিহতের প্রতিবাদে আগামীকাল সারা বাংলাদেশের ৬৪টি জেলায় শোকর্যালি অনুষ্ঠিত হবে। এ শোকর্যালির মধ্য দিয়ে সরকারের বিরুদ্ধে একটা প্রবল প্রতিরোধ গড়ে তোলা হবে।
বরিশাল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে চলমান আন্দোলন কর্মসূচীতে ৫জন নেতাকর্মী নিহতের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে নারায়ণগঞ্জে বিশাল শোকর্যালি করা হবে বলে জানান তিনি।
মামুন মাহমুদ বলেন, বিদ্যুতের অব্যাহত লোডশেডিং, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ ও জালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশে চলমান শান্তিপূর্ণ কর্মসূচীতে আমাদের ৫জন নেতাকর্মী নিহত হয়েছে। পুলিশের গুলিতে আমাদের এ ৫জন সহযোদ্ধা নিহতের প্রতিবাদে সারাদেশে একযোগে এ শোকর্যালি অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, আমি মনে করি এ শোকর্যালিতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহন করবে। জনগনের পক্ষে কথা বলতে গিয়ে, জনগনের দাবি আদায় করতে গিয়েই আমাদের এ সহযোদ্ধারা নিহত হয়েছে। তাই আমরা আশা করি, আগামীকালের শোকর্যালিতে জনগনও স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহন করবে।