হাজার হাজার কর্মী-সমর্থক নিয়ে  টিটু’র যোগদান

46

নারায়ণগঞ্জ সমাচার:

গ্যাস, বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচীতে নিহত নেতাকর্মীদের স্মরণে বিশাল শোকর‍্যালি করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে সোমবার বিকেলে নগরীর ডিআইটি প্রাঙ্গণ থেকে চাষাড়া গোল চত্বর পর্যন্ত এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি ও সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ।

শোকর‍্যালিকে হাজার হাজার কর্মী-সমর্থক নিয়ে যোগদান করেন ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব ও জেলা যুবদলের সাবেক সভাপতি শহীদুল ইসলাম টিটু। বিশাল এ মিছিলে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক লুৎফর রহমান খোকা, বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহবায়ক সুমন আকবর, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রতন, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক লাভলু, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রবিন, থানা তাতীদলের সভাপতি উজ্জলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী র‍্যালিতে যোগদান করেন।

জেলা বিএনপির শোকর‍্যালিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, বর্তমান জেলা বিএনপির সদস্য মাশুকুল ইসলাম রাজীব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহবায়ক আব্দুল হাই রাজু, জেলা যুবদল সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ।