শোকর‍্যালিতে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে রূপগঞ্জ বিএনপি’র যোগদান

45

নারায়ণগঞ্জ সমাচার:

গ্যাস, বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচীতে নিহত নেতাকর্মীদের স্মরণে বিশাল শোকর‍্যালি করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে সোমবার বিকেলে নগরীর ডিআইটি প্রাঙ্গণ থেকে চাষাড়া গোল চত্বর পর্যন্ত এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি ও সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ।

শোকর‍্যালিতে হাজার হাজার কর্মী-সমর্থক নিয়ে যোগদান করেন রূপগঞ্জ উপজেলা বিএনপি। বিশাল এ মিছিলে নেতৃত্ব দেন আহবায়ক এড. মাহফুজুর রহমান হুমায়ন ও সদস্য সচিব বাছির উদ্দিন বাচ্চু। এসময় যুগ্ম আহবায়ক আশরাফুল হক রিপন, গোলজার চেয়ারম্যান, আব্বাস উদ্দিন ভুইয়া, এড. রেজাউল হক, আজিজ মাস্টার, মোস্তফাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী র‍্যালিতে যোগদান করেন।

এদিকে, বিক্ষোভ সমাবেশ পৃুর্ব সংক্ষিপ্ত আলোচনায় এড. মাহফুজুর রহমান হুমায়ন বলেন, বর্তমান সরকার মিথ্যাবাদী সরকার। ক্ষমতায় আসার আগে তারা বলেছিলো ১০ টাকা কেজি চাল খাওয়াবে, কিন্তু বর্তমান চালের দাম ৬০ থেকে ৭০ টাকা। শুধু চাল নয়, সকল পণ্যের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই আমি বলতে চাই, হাসিনা সরকার পদত্যাগ করলেই সকল দ্রব্যমূল্য কমে আসবে।

জেলা বিএনপির শোকর‍্যালিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক লুৎফর রহমান খোকা, বর্তমান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদ হাসান রোজেল, সদস্য রাজীব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহবায়ক আব্দুল হাই রাজু প্রমুখ।