প্রতিষ্ঠার্ষিকীতে মধ্যাহ্ন ভোজের আয়োজন শ্রমিকলীগ নেতা মুন্না’র

81

নারায়ণগঞ্জ সমাচার:

জাতীয় শ্রমিকলীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে এক বিশাল র‍্যালির আয়োজন করা হয়েছে। র‍্যালির পূর্বে নেতাকর্মীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করে মহানগর শ্রমিকলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না।

আজ বুধবার দুপুরে নগরীর বাপ্পীচত্বর এলাকায় কাউন্সিলরের বাসভবনে এ মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

বৃষ্টিস্নাৎ পরিবেশে রান্না করা খিচুরী খাবার পর নেতাকর্মীরা তৃপ্তির ঢেকুর দিয়ে কামরুল হাসান মুন্নার প্রশংসা করেন। এসময় নেতাকর্মীদের বলতে শোনা যায়, প্রতিবছরই র‍্যালির পূর্বে খাবার আয়োজন করে মুন্না ভাই।

তারা আরও বলেন, অন্য কোনো সংগঠন বা নেতারা কর্মীদের জন্য এ ধরনের আয়োজন করেনা। ফলে কর্মসূচী বা অনুষ্ঠানে হাটাহাটির কারণে ক্লান্ত হয়ে পড়ে নেতাকর্মীরা। একথা বিবেচনায় রেখে মধ্যাহ্ন ভোজের আয়োজন করায় কামরুল হাসান মুন্নার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা।