
নারায়ণগঞ্জ সমাচার:
জেলা পরিষদ নির্বাচনের পর এবার শুরু হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র পদের নির্বাচনী লড়াই। কারা হচ্ছেন এবারের প্যানেল মেয়র তা নিয়ে নগরবাসীসহ কাউন্সিলরদের মাঝে চলছে নানা গুঞ্জন। এবার সিলেকশন হবে নাকি ইলেকশন তা নিয়েও রয়েছে বেশ কৌতুহল।
গত জানুয়ারীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজীত করে মেয়র নির্বাচিত হন ডা: সেলিনা হায়াৎ আইভী। একইসাথে ২৭জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ৯জন নারী কাউন্সিলরও নির্বাচিত হন। পরবর্তীতে ৯ ফেব্রুয়ারি শপথ নেন মেয়র-কাউন্সিলর সকলে।
এরপর থেকে নানা সময় প্যানেল মেয়র নির্বাচনের কথা শোনা গেলেও এখনো পর্যন্ত হয়নি এ নির্বাচন। তবে, অতি শীঘ্রই এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বেশ কয়েকজন কাউন্সিলর। তারা বলেন, ইতিমধ্যে মেয়রকে এ বিষয়ে অবগত করা হয়েছে, মেয়রও আগ্রহ দেখিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কাউন্সিলর সোজা সাপটাকে জানান, নাসিকের সর্বশেষ মাসিক সভায় কাউন্সিলরদের কেউ কেউ মেয়রের কাছে জানতে চান? আপা কবে নাগাদ প্যানেল মেয়র নির্বাচন দিবেন? এসময় মেয়র বলেন, এটা কি খুব জরুরী। তখন কাউন্সিলররা বলে, না আপা সবাই তো আশায় রয়েছে, তাই। তখন মেয়র বলেন, ঠিক আছে আজই করেন। সবাই এক ঘন্টা বিরতি নিয়ে লাঞ্চের পরে করে ফেলেন। মেয়রের একথা বলার পর অনেক কাউন্সিলর আবার পিছিয়ে যান। ফলে সেদিন নির্বাচন করা সম্ভব হয়নি। তবে, সিলেকশন হোক বা ইলেকশন, খুব শীঘ্রই যে প্যানেল মেয়র নির্বাচন করা হবে তা জানান এ কাউন্সিলর।
এমন আলোচনার পর এ নির্বাচন নিয়ে সরগরম হয়ে প্রার্থী ও ভোটাররা। এখনও পর্যন্ত কোনো প্রার্থী নিজে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার কথা প্রকাশ না করলেও গোপনে গোপনে কাউন্সিলরদের কাছে ভোট প্রার্থণা করছেন বলে জানা গেছে। তবে, বেশ কয়েকজন কাউন্সিলর ও বিভিন্ন সূত্র হতে পাওয়া তথ্য মতে, নাসিকের প্যানেল মেয়র-১ পদে প্রতিদ্বন্দ্বীতা করতে চায় এমন ৫জন, প্যানেল মেয়র-২ পদে ২জন ও প্যানেল মেয়র-৩ পদে ৪জন কাউন্সিলরের নাম শোনা গেছে।
প্যানেল মেয়র-১ পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, সাবেক প্যানেল মেয়র সংরক্ষিত নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসান, গত নির্বাচনে পরাজীত প্রার্থী ১৭নং ওয়ার্ড কাউন্সিলল আব্দুল করিম বাবু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না ও সাবেক প্যানেল মেয়র, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির।
প্যানেল মেয়র-২ পদে সাবেক প্যানেল মেয়র, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের বিষয়ে গুঞ্জন শোনা যাচ্ছে।
প্যানেল মেয়র-৩ পদে সাবেক প্যানেল মেয়র শারমিন হাবিব বিন্নী, সাবেক প্যানেল মেয়র মিনোয়ারা বেগম মিনু, নারী কাউন্সিলর শাওন অঙ্কন এবং শিউলি নওশাদ প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে জানা গেছে।
এদের মধ্যে সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা হাসান নিজের প্রার্থীতার কথা স্বীকার করে বলেছেন, এখনো নির্বাচনের দিন তারিখ ঠিক করা হয়নি। তবে আমি একজন প্রার্থী।
নাসিকের অন্যতম জনপ্রিয় কাউন্সিলর কামরুল হাসান মুন্নার কাছে জানতে চাইলে তিনি নির্বাচন করার বিষয়ে তেমন কোনো আগ্রহ প্রকাশ করেন নি। তবে, অন্যান্য কাউন্সিলরদের মতে, কামরুল হাসান মুন্না মুখে প্রার্থীতার কথা স্বীকার না করলেও নির্বাচনী মেরুকরণের ক্ষেত্রে তিনি যে প্রার্থী হবেন এটা প্রায় শতভাগ নিশ্চিত করেই বলা যায়।
সাবেক প্যানেল মেয়র মতিউর রহমান মতি বলেন, ভাই এখনো আমি প্রার্থীতার বিষয়ে কিছু ভাবিনি। তবে প্রতিদ্বন্দ্বীতার করতে হলে নির্বাচন করবো না এটা নিশ্চিত। কেননা প্যানেল মেয়র-২ পদেও যদি নির্বাচন করতে হয় তাহলে কেমন দেখায় বলেন।
আরেক সাবেক প্যানেল মেয়র মনিরুজ্জামান মনির বলেন, মাথা ব্যাথা করছে, আমি এখন কিছু বলতে পারবো না।