যুবদল নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ বজলু মেম্বারের বিরুদ্ধে

55
যুবদল নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ বজলু মেম্বারের বিরুদ্ধে

নারায়ণগঞ্জ সমাচার:

ঢাকায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় রূপগঞ্জের চনপাড়ায় যুবদল নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে কায়েতপাড়া ইউনিয়নের মেম্বার বজলু বাহিনীর বিরুদ্ধে। এছাড়া, নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকন সোজা সাপটাকে জানান, যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় যুব সমাবেশে অংশ নিতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়ার সময় আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে চনপাড়ায় যুবদলের নেতাকর্মীদের উপর হামলা চালায় বজলু মেম্বার ও তার লোকজন।

এতে ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি কালু, যুগ্ম সম্পাদক কাশেম, বিএনপি নেতা তাহেরসহ বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে বলে জানা যায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও, ঢাকার সমাবেশে অংশ নিতে যুবদল নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়া হচ্ছে এবং নেতাকর্মীদের বের হতে দেয়া হচ্ছেনা বলেও জানান খোকন।

গোলাম ফারুক খোকন আরও বলেন, এর আগে যুবদল নেতা শাওন প্রধানকে হত্যা করা হয়েছে, আমার নিজের বাড়িসহ বিএনপির অসংখ্য নেতাকর্মীদের বাড়িতে হামলা করা হয়েছে। এসকল হত্যা, হামলা-মামলা করে বিএনপি ও যুবদলসহ জাতীয়তাবাদী শক্তিকে থামিয়ে রাখা যাবেনা। আমরা এ হত্যার শোককে তীব্র শক্তিতে রূপান্তরিত করে রাজপথে আছি এবং ভবিষ্যতেও থাকবো।

এদিকে, হামলার ঘটনাকে অস্বীকার করে বজলু মেম্বার বলেন, যুবদল নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনার প্রশ্নই আসেনা।