
নারায়ণগঞ্জ সমাচার:
৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকায় বৃহৎ সমাবেশের আয়োজন করে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও সদর থানা যুবদলের সভাপতি প্রার্থী জাকির হোসেন সেন্টু’র নেতৃত্বে নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে এই সমাবেশে যোগদান করে।
গতকাল বৃহস্পতিবার সকালে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে ঢাকার আরামবাগে জড়ো হয় সদর থানা যুবদলের নেতাকর্মীরা। পরে দুপুরের দিকে সদর থানাসহ সকল ইউনিট একত্রিত হয়ে মহানগর যুবদলের নেতৃত্বে নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় সমাবেশে অংশগ্রহন করে তারা।
এসময় “মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই”, “তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে” সহ নানা ধরনের স্লোগানে স্লোগানে ঢাকার রাজপথ প্রকম্পিত করে তোলে সদর থানা যুবদলের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মো:পারভেজ আলম, মো: মুসা, মো: আনিছুল ইসলাম টিটু, করিম উল্লাহ মিঠু, মো: জেকি, মো: মোতালিব হোসেন, মো: রুবেল, মো: মাইনুদ্দিন শেখ, মো: ফরিদ, মো: জহিরুল ইসলাম, মো: আবুল কালাম, মো: শিপলু, মো: নাজমুল, মো: বাবু, মো: মাহবুব আলম সুৃমন, মো: পারভেজ, মো: নাঈম, মো: কবির খান, মো: মহাসিন, মো: নাজমুল (২), মো: মেহেরাব হোসেন, মো: মেহের, মো: মিজু, মো: ফয়সাল, মো: সামির, মো: ওমর ফারুক, মো: রাহিম, মো: রাব্বী প্রমুখ।