বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপিত

16
বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপিত

নারায়ণগঞ্জ সমাচার:

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন করলো নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর। দিনটি উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার (১লা অক্টোবর) সকালে এক বর্ণাঢ্য র‌্যালি করে প্রতিষ্ঠানটি। র‌্যালিটি অধিদপ্তরের কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর এ কে এম শাহরিয়ার রেজার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে র‌্যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, পিপিএম (বার)।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ অনুপ্রেরণামূলক অসাধারণ বক্তব্য রাখেন যা উপস্থিত সকল উদ্যোক্তাদের অবিভুত করে। তিনি বলেন, আসলে বর্তমান সরকার কোনো মানুষকে বেকার রাখতে চায়না। সকলকে যে সরকারী চাকরিই করতে হবে, এমনটা নয়, সবাই যাতে নিজের পায়ে দাড়াতে পারে সেটাই যুব উন্নয়নের মূল লক্ষ্য। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে যে কেউ উদ্যোক্তা হয়ে স্বনির্ভর হতে পারেন।

নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর এ বছর প্রায় ২৮ কোটি টাকা ঋণ দিয়েছে যা শুনে যুব উন্নয়ন কর্মকর্তাদের ভুয়সী প্রশংসা করেন তিনি। এছাড়া অযথা মোবাইল টিপে সময় নষ্ট না করে সমাজে নিজের অবস্থান দাড় করানোর পরামর্শ দেন তিনি। এ লক্ষ্যে কঠোর পরিশ্রম করতে হবে এবং যুব উন্নয়নের সহযোগীতা নেয়ার আহবান জানান তিনি। আলোচনা সভা শেষে শ্রেষ্ট আত্ম উদ্যোক্তা ও শ্রেষ্ঠ যুব সংগঠকদের হাতে পুরস্কার তুলেন অতিথিবৃন্দ।