
নারায়ণগঞ্জ সমাচার:
নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক ও মুড়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক খোকন বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কঠিনতম সময়ে দেশে জাতীয় বিপ্লবের করেছিলেন। বর্তমানে দেশে আবারো সেই কঠিন পরিস্থিতি চলছে, তাই সামনে আরও একটি বিপ্লব হাতছানি দিচ্ছে। তারেক রহমানের নেতৃত্ব আবারও সেই বিপ্লব ঘটানো হবে।
গতকাল সোমবার (৭ নভেম্বর) বিকেলে নগরীর চাষাড়া আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালি শেষে তিনি একথা বলেন।
গোলাম ফারুক খোকন বলেন, বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতিকে নতুন করে মুক্ত করে দিয়েছে। আদর্শিক মুক্ত মানুষের সংখ্যা এদেশে শতকরা ৯০ শতাংশের বেশি। বিপ্লব ও সংহতি দিবসে যদি সুগঠিত না হতো তাহলে বাংলাদেশ অনেক আগেই পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যেতো। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ লড়তে জানি, হাসিমুখে মরতে জানি। বার বার সেটা প্রমাণ করে গেছে আমাদের পূর্ব-পুরুষরা।
এতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, সাবেক যুগ্ম সম্পাদক শহীদুর রহমান স্বপন, এম এ রাসেল, প্রতিটি থানা ও ইউনিট কমিটির সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন স্তরের শত শত নেতাকমী।